IMG 20251130 WA0002 1024x461

কলকাতায় বিজেএমএম-এর রাজ্য সম্মেলন

তাপস রায়

বিকশিত ভারত নির্মাণে বিজেএমএম এর রাজ্যস্তরের শ্রমিকদের স্বার্থে সম্মেলন হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। এই সম্মেলনের প্রধান ও একমাত্র লক্ষ্য শ্রমিক স্বার্থে রাজ্য ও কেন্দ্রীয় দুই সরকার এগিয়ে আসুক। বিকশিত ভারত নির্মাণে শ্রমিকদের ভূমিকা -ভিশন ২০৪৭ লক্ষ্যে অসংগঠিত শ্রমিক, MSME কর্মচারী, অনুবন্ধিত শ্রমিক, মহিলা, যুব, প্লাটফর্ম কর্মীদের এক ছাদের তলায় নিয়ে ২০২৬ এ ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত জয়পুরে বিকশিত ভারত সংকল্প মেলা অনুষ্ঠিত হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপসিত ছিলেন বিজেএমএম এবং বিকশিত ভারত সংকল্প সংস্থান এর সর্বভারতীয় সভাপতি ডাঃ মহেশ শর্মা। ছিলেন সংস্থার রাজ্য সভাপতি পশুপতি মন্ডল, ঝাড়খন্ডের প্রাক্তন সাংসদ সত্যরঞ্জন ঝাঁ, আকাশবাণীর সঞ্চালক সুকুমার নন্দী, জগদিশ মন্ডল, বিকশিত ভারত সংকল্প সংস্থানের ন্যাশনাল কনভেনর কল্পতরু ভট্টাচাৰ্য, পশ্চিমবঙ্গের কনভেনর ঈপ্সিতা ভট্টাচাৰ্য, বিজেএমএম রাজ্য সেক্রেটারি সক্রিয় সদস্য বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্য সদস্য ও আধিকারিকেরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *