কলকাতা প্রেস ক্লাবে ২৪ শে মে সিটিজেন ফোরাম ফর সোশ্যাল জাস্টিস এর পক্ষ থেকে একটি প্রেস মিট এর আয়োজন করা হয়। এই প্রেস মিটে মূলতঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কালের বেশ কিছু বক্তব্যের ধর্মীয় তাৎপর্য্য বিষয়ে আলোচনা করা হয়। এদিন প্রেস মিট থেকেই মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তৃতায় রাজ্যের উন্নয়নের আলোয় নানান ধর্মমতের অবমাননা হয়েছে বলে দাবি জানান বিভিন্ন ধর্মাবলম্বী সংগঠনের আধিকারিকরা। রাজনীতিবিদরা রাজনৈতিক বক্তৃতা করতে স্বাধীন, কিন্তু তাদের সীমা অতিক্রম করা উচিত নয় এবং পবিত্র গ্রন্থ সম্পর্কে অবজ্ঞা প্রকাশ করা বাঞ্চনীয় নয় বলে উল্লেখ করেন তারা। তারা অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনুরোধ রাখেন যে তিনি যেন তার এই সব মন্তব্যের জন্য ক্ষমা স্বীকার করেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা প্রেস ক্লাব-এ
