যত দোষ ‘অন্য’ ঘোষ!

22 17 15 images

সুরশ্রী রায় চোধুরী,চিফ রিপোর্টার,হাওড়া:বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে ১,৩৭,৫৬৪ ভোটে পরাজিত
বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। ‘আদি’ বিজেপি শিবিরে সবচেয়ে শোকের খবর এটাই।
মেদিনীপুর আসনে ২০১৯ সালে প্রায় ৮৯ হাজার ভোটে জয়ের পরে দিলীপ জানিয়েছিলেন, এ বার লক্ষাধিক ভোটে ওই আসন থেকেই জিতবেন। তবে শেষে যখন তাঁর আসন বদলে যায়, তখন ওর দিলীপ বাবু আশাবাদী ছিলেন। প্রথম দিন বর্ধমান-দুর্গাপুরে পা রেখেই বলেছিলেন, ‘‘আমি জেতার জন্যই এসেছি।’’ জয় নিয়ে নিশ্চিতও ছিলেন। মেদিনীপুর নিয়ে বলেছিলেন যে, ‘‘ওই আসনটা কি আমার পৈতৃক সম্পত্তি নাকি? সব আসনই বিজেপির।’’ তবে দলের আসন কমে যাওয়ার জন্য কার্যত নেতৃত্বকেই দায়ী করলেন বর্ধমান-দুর্গাপুরের পরাজিত বিজেপি প্রার্থী। তুললেন চক্রান্তের অভিযোগও। বললেন, ‘রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ। আমি সেই ভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি। কিন্তু, সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে।’

দলের উদ্দেশে তাঁর বার্তা, ‘আমাদের ব্য়ক্তিগত রেষারেষি, ভুল বোঝাবুঝি, ভুল নীতির জন্য় এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল হয়ে না যায়। তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে। মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্বের প্রতি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *