‘কোচবিহার রেডিও র দীর্ঘ সফরের শরীক হতে চান ডঃ আশুতোষ দত্ত

Img 20240601 wa0023

তাপস রায়:প্রত্যাশা পূরণের দ্বিতীয় বছর ছোঁয়ার একটি আনন্দের ছবি উঠে এলো একদল উদ্যোগী মানুষের সামনে। যা একপ্রকার কোন পরীক্ষায় সফলতা পাওয়ার সমান। টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়ার তুঙ্গে থাকা জনপ্রিয়তার সাথে নিজের নামকে ঠিক এভাবেই জুড়ে নিল
‘কোচবিহার রেডিও’। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপণ বিভাগের অধীনস্থ ‘কোচবিহার রেডিও’ র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজশহর কোচবিহারে রাজ করা এই রেডিও চ্যানেলের জন্মদিন পালিত হোল চ্যানেল পরিবারের এক নিয়মিত সদস্য শিক্ষারত্ন ডঃ আশুতোষ দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনের অংশগ্রহণে। বিজ্ঞান অনুরাগী ডঃ দত্তের উদ্যোগে এই রেডিও চ্যানেলের জন্মলগ্ন থেকেই শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক,উচ্চমাধ্যমিক স্তরে রসায়ন, ভৌত বিজ্ঞান-এর পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের মত বিষয় নিয়ে প্রশ্নোত্তরমূলক নানান অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে আসছে। যা স্থানীয় স্কুলপড়ুয়া সহ জেলার বেশ কিছু মানুষকে সমৃদ্ধ করে বলে জানান এই চ্যানেলের জনৈক শ্রোতা। অপর দিকে এইসব অনুষ্ঠানের সঙ্গে জুড়ে থাকা আশুতোষ বাবু সহ বেশ কয়েকজন অংশগ্রহণকারীর মুখে শোনা গেল চ্যানেলের উচ্চপদস্থ আধিকারিক, সহ সঞ্চালক থেকে নিরাপত্তাকর্মী পর্যন্ত সকলের ভূয়সী প্রশংসা। এদিনের বর্ষপূর্তির অনুষ্ঠানটি সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিখিলচন্দ্র রায়, রেজিস্ট্রার ডঃ প্রদীপ কর, চ্যানেলের স্টেশন ম্যানেজার প্রাণ প্রতিম পাল, এস.পি (কোচবিহার) দ্যুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য গুণীজনদের উপস্থিতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *