ফটোগ্রাফাররা ছবি তোলে না ।তারা ছবি তৈরি করে। মার্ক ডেনম্যান ফটোগ্রাফী নিয়ে এই কথাটি যেন সম্প্রতি বিড়লা আর্ট এন্ড কালচারের বসন্ত কুমার গ্যালারিতে পৌঁছে এরকমই অনুভব হোল।কারণ ,এই বাংলার প্রতিথজশা অস্থি শল্য চিকিৎসক মানুষের অনিশ্চিত চলাফেরা র ভবিষ্যৎটিকে সুনিশ্চিত করার ফাঁকেএকটু সময় বার করে তারা এই প্রদর্শনী কক্ষে তুলে দিলেন জীবজন্তু থেকে প্রাকৃতিক সৌন্দর্যের নানান ফটোগ্রাফী।ইমেজিং অর্থপডস আয়োজিত এই প্রদর্শনীর শুভারম্ভে উপস্হিত ছিলেন শঙ্কর লাল ভট্টাচার্য্য, ইন্দ্রানী ভট্টাচার্য,ধৃতিমান মুখার্জি,অতনু পাল,অর্ঘ্যকমল মিত্র,গৌতম পাল ,পায়েল মুখার্জি সহ অন্যান্য গুনিজনেরা।সব মিলিয়ে অস্থি শল্য চিকিৎসক ডাঃ কুনাল সেনগুপ্ত,ডাঃ গৌতম বসু,ডাঃ অভিজিৎ সর্বাধিকারী,ডাঃ ইন্দ্রজিৎ সর্দার, ডাঃ অনিরুদ্ধ কীর্তনিয়া,ডাঃ ভাস্কর দাস,ডাঃ অর্ণব কুন্ডু,ডাঃ কৌশিক ঘোষ সহ ডাঃ চিন্ময় নাথ এর মত নবরত্ন দের আলোকিত ভাবনা টি আগামীতে অনেক পেশার ব্যক্তিত্বর সুপ্ত নেশা বা শখগুলো কে নানান আলোয় আলোকিত করতে সক্ষম হবে বলে আশা করেন বিশিস্টজনেরা।
অস্থিচিকিৎসকদের ছবিতেই চোখ জুড়োলো শহরবাসীর
