২৩ জুন, ২০২৪ :
বরুন মন্ডল (সিনিয়র রিপোর্টার)
আজ ঐতিহাসিক পলাশি’র যুদ্ধের ২৬৭ তম বর্ষ। ১৭৫৭ আজকের দিনে পলাশীর আম বাগানে বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে লড়াই করে ছিলেন। নদীয়া জেলার পলাশীর সেই স্মারকের পাদদেশে আজ নবাব সিরাজুদ্দৌলাসহ বীর শহীদদের স্মরণের উদ্দেশ্যে বিভিন্ন মানুষ সেখানে গেছেন। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
