‘গিরগিটি’-র পোস্টার শ্যুট এ আশার রঙমিলান্তি

Img 20240625 134827

তাপস রায়,কলকাতা:গিরগিটি-র নাম কানে এলেই চোখের সামনে ভেসে ওঠে সরীসৃপ জগতের এই অদ্ভুত জীবটির রং বদলানোর ছবি। তবে মনুষ্যসমাজে থাকতে থাকতে আমরা বুঝতে পারি যে শুধু পশু নয়, মানুষ গিরগিটিও ছড়িয়ে আছে আমাদের আশেপাশে। যাদের পরিস্থিতি ও পরিবেশের সাথে নিজেদের সবটুকু বদলে ফেলার ক্ষমতা, তাদের হাতে তুলে দেয় অর্থনীতি, রাজনীতি কিংবা ধর্মকে হাতিয়ার করে সমাজ নিয়ন্ত্রণ করার চাবিকাঠি। বাঁধা হতে থাকে শোষণের মঞ্চ। সমাজের এই নগ্ন ছবিটাই লোকশিক্ষার আলোয় তার সিনেমায় তুলে ধরতে চেয়েছেন ‘গিরগিটি’ ছবির নির্দেশক তথাগত মুখার্জী। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যথেষ্ট প্রাসঙ্গিক, নির্মীয়মান এই ছবির গোটা টিমকে গত ২৩শে জুন পাওয়া গেল হরিদেবপুরের তিলোত্তমা ভবনে, ছবির পোস্টার শ্যুট এবং লুক টেস্ট চলাকালীন। সমাজের বিত্তশালী, ধর্মীয় অনুশাসক সহ নানান চ্যালেঞ্জিং চরিত্রে জয় বদলানি, রুমকি চ্যাটার্জী, ধীমান, সুমিত দত্ত, রাজশ্রী রায়, সৌম্য মুখার্জী, ইন্দাস বড়াল, আলি, রাজীব মুখার্জী, শ্রীজা, শ্রেয়া, সুব্রত সরকার, অমলেন্দু ঘোষ, সমীর নাহা ও প্রলয়রা তাদের সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছে বলে জানান ছবির নির্দেশক তথাগত। ছবির গোটা টিম আশাবাদী যে,
পিক্সেল এফ এক্স স্টুডিও প্রাইভেট লিমিটেড এর রাজীব মুখোপাধ্যায় ও তাপস অধিকারী প্রযোজনায়, বেজ ডিজিটাল প্রাইভেট লিমিটেড এর ডিজিটাল মার্কেটিং ও প্রোমোশন এবং বেজ মিডিয়া কানেক্ট এর জনসংযোগ ব্যবস্থাপনায় তৈরি এই ছবি দেখার পর দর্শকেরা অনায়াসেই শনাক্ত করতে পারবে সমাজের গিরগিটিদের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *