ব্যুরো রিপোর্ট,আজটকস:১০ই জুলাই ২০২৪ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের শ্রীনারায়নপুর পূর্ণ চন্দ্রপুর তারানগর গ্রাম পঞ্চায়েত কঠিন বর্জ্য পদার্থ জমায়েত রাখার সংরক্ষিত স্থানের ব্যবস্থা উদ্বোধন করা হয়। আজকের এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪পরগনা জেলার জেলার ডি. এম সুমিত গুপ্তা,সাংসদ বাপি হালদার,জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, এ.ডি.এম সৌমেন পাল, এস.ডি.ও কাকদ্বিপ ডঃ মধুসূদন মন্ডল,পাথর প্রতিমার পঞ্চায়েতের সমিতির সভাপতি মনুশ্রী মন্ডল,শ্রী নারায়নপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ কান্তি পতি,সহ অন্যান্য বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন ঐ উদ্বোধনী প্রাঙ্গনে।দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১০ টা প্রকল্প হবে তার মধ্যে ৮৫টা হয়ে গেছে।এদিন বাকি ২৪ টা প্রকল্পের সূচনা হয়।
সুন্দর ও সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে সরকারী উদ্যোগের সূচনা পাথরপ্রতিমায়
