নিউজ ডেস্ক, আজ টকস: সপ্তমবারের জন্য রেকর্ড গড়ে ২৩শে জুলাই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার-এর ব্যবস্থা করা হয় বণিকসভা সিআইআই এর পক্ষ থেকে। কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বাজেট পর্যালোচনার জন্য বিভিন্ন সময় উপস্থিত থাকেন বনিকসভার সাথে যুক্ত বিশিষ্টজনেরা।
সি আই আই পূর্বাঞ্চল-এর চেয়ারম্যান শুভেন্দ্র কুমার বেহেরা আলোচনা করেন বাজেট এর সামগ্রিক দিকটি নিয়ে। বাজেট ২০২৪-২৫ পর্যালোচনা সংক্রান্ত প্রাথমিক কয়েকটি বিষয় উঠে আসল ডেপুটি চেয়ারম্যান শাশ্বত গোয়েঙ্কা-র বক্তব্যে। কর বিষয়ক ঘোষণা নিয়ে কথা বলেন প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর চ্যাটার্জী, আর কে আগরওয়াল, এবং বর্তমান চেয়ারম্যান কৌশিক মুখার্জী।

এছাড়াও উৎপাদন শিল্প বিষয়ে প্রাক্তন চেয়ারম্যান আলোক মুখার্জী ও শিব সিদ্ধান্ত কৌল, আর্থিক ক্ষেত্র নিয়ে প্রাক্তন চেয়ারম্যান রাজন ভাসভানি এবং বর্তমান চেয়ারম্যান বিজয় মুরমুড়িয়া, এবং লজিস্টিক ক্ষেত্র নিয়ে ভাইস চেয়ারম্যান দেবাশীষ দত্ত-রা তাদের সুচিন্তিত মন্তব্য রাখেন।
স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করছেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে। এদিকে তৃতীয় মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে বদল হল আয়কর স্ল্যাবে, কমল স্ট্যান্ডার্ড ডিডাকশন, তবে বাড়ল LTCG ট্যাক্স। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন দিক থেকে এবারের বাজেটের বিশ্লেষণ করেন সিআইআই এর প্রাক্তন চেয়ারম্যান বিজয় দেওয়ান, চেয়ারম্যান সুচরিতা বসু, সুমিত গয়াল, কো-চেয়ারম্যান ঋষি জৈন সহ অশ্বিনী কুমার লাল, রবি তোদি, সুশীল মোহতা, অপূর্ব সালারপুরিয়া, সুদীপ্ত মুখার্জী, রূপক বড়ুয়া-র মত বিশিষ্ট শিল্পপতিরা।
