বাইশে শ্রাবণ তোমাকে
আজ বড়ো নিঃসঙ্গ লাগে
নিভে যাওয়া যুগপ্রদীপের
কাছে জমে আছে ঋণ
সভ্যতার খাঁজে খাঁজে
জমেছে দৈন্যতার চেনা ছবি
হে আমার হৃদয়ের কবি
প্রভাত সঙ্গীত সন্ধ্যা সঙ্গীতে
বেজেছিল মুগ্ধ যে বীণা
চিত্রা চৈতালি মানসী চিত্রাঙ্গদায়
ভরেছিল যে সোনার তরী
যে স্বদেশ যে সংকল্পের কথা
গেঁথেছিলে মনে উজানের টানে
গীতাঞ্জলীর যে সুর দিয়েছিলে প্রাণে
জীবনের যত পূজা সাজিয়েছো একে একে
কথায় গল্পে ছবিতে ও গানে
এখনও সেই লয় জাগায় আমায়
বৈঠা বয়ে যাই মাঝ দরিয়ায়
আজও দুহাতে জড়িয়ে আছি
সেই চির উদ্ভাস সেই মুক্তির আহ্বানে
আমার সেই একমাত্র দেবতাকে
সেঁজুতির স্নিগ্ধ আলোকধারায়
লহ প্রণাম তুমি বাইশে শ্রাবণে
——দেবাশিস মজুমদার
((ডঃ) দেবাশিস মজুমদার বর্তমানে হেরিটেজ কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান। একজন বর্ষীয়ান অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও বাংলা কবিমহলে তিনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব। বহু কাব্যগ্রন্থের রচয়িতা দেবাশিস বাবু অবসর কাটাতে ভালোবাসেন ছবি এঁকে ও ফটোগ্রাফি করে।)
