বাইশে শ্রাবণে কলম ধরলেন অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার

Debashis mazumdar

বাইশে শ্রাবণ তোমাকে

আজ বড়ো নিঃসঙ্গ লাগে
নিভে যাওয়া যুগপ্রদীপের
কাছে জমে আছে ঋণ
সভ্যতার খাঁজে খাঁজে
জমেছে দৈন্যতার চেনা ছবি
হে আমার হৃদয়ের কবি

প্রভাত সঙ্গীত সন্ধ্যা সঙ্গীতে
বেজেছিল মুগ্ধ যে বীণা
চিত্রা চৈতালি মানসী চিত্রাঙ্গদায়
ভরেছিল যে সোনার তরী
যে স্বদেশ যে সংকল্পের কথা
গেঁথেছিলে মনে উজানের টানে
গীতাঞ্জলীর যে সুর দিয়েছিলে প্রাণে
জীবনের যত পূজা সাজিয়েছো একে একে
কথায় গল্পে ছবিতে ও গানে
এখনও সেই লয় জাগায় আমায়
বৈঠা বয়ে যাই মাঝ দরিয়ায়

আজও দুহাতে জড়িয়ে আছি
সেই চির উদ্ভাস সেই মুক্তির আহ্বানে
আমার সেই একমাত্র দেবতাকে
সেঁজুতির স্নিগ্ধ আলোকধারায়
লহ প্রণাম তুমি বাইশে শ্রাবণে

——দেবাশিস মজুমদার

((ডঃ) দেবাশিস মজুমদার বর্তমানে হেরিটেজ কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান। একজন বর্ষীয়ান অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও বাংলা কবিমহলে তিনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব। বহু কাব্যগ্রন্থের রচয়িতা দেবাশিস বাবু অবসর কাটাতে ভালোবাসেন ছবি এঁকে ও ফটোগ্রাফি করে।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *