আজ টকস ,দক্ষিণ ২৪পরগনা: এ ছবি যেন বার বার উঠে আসে এক শ্রদ্ধার অঞ্জলি থেকে এবছরও তার ব্যতিক্রম নয়।বজবজ বিধান সভার অন্তর্ভুক্ত সাউথ বাওয়ালী গ্রাম পঞ্চায়েতের অধীন বাওয়ালী সাবমেরিন ক্লাবের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও. ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হল। বর্নাঢ্য পথপরিক্রমা, নাচ। গান। আবৃত্তি ।কুচকাওযাজ। জাতীয় পতাকা কে গার্ড অফ অনার। পথ শিশুদের ফল। মিষ্টি। লজেন্স দেওয়া হয়। প্রায় ৫০০জন উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন করেন দঃ ২৪ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দফতরের কর্মাধ্যক্ষা শ্রীমতী শিখা রায় ।উপস্থিত ছিলেন শিক্ষক। ডাক্তার ।সমাজ কর্মী ও সাংবাদিক এবং স্হানীয় জনগন ও জনপ্রতিনিধিবৃন্দ । সবমিলিয়ে স্বাধীনতার সকালে সাবমেরিন ক্লাবের শ্রদ্ধার ত্রিবর্ন ছবিটি সেবার আলোকে আলোকিত হয়ে ওঠে।
