তাপস রায়, কলকাতা : সশক্তিকরণ ও সহযোগিতা। মানুষের পাশে থাকার এই দুই পথেরই হদিশ মিলল রাসবিহারী এভিনিউয়ের উৎসব ম্যারেজ হাউস-এ আয়োজিত ‘প্রয়াস’ প্রদর্শনীতে পৌঁছে। ২৯ ও ৩০শে আগস্ট, দুদিনব্যাপী ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি-র এই মানবিক উদ্যোগে খুব অল্প টাকার বিনিময়ে নিজেদের শিল্প সামগ্রী স্টলের মাধ্যমে ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পান বহু মহিলা ও মহিলা সংগঠন। পাশাপাশি প্রতিবারের মত এবারও এই প্রদর্শনী থেকে আয়ের উদ্বৃত্ত নিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি পিডিসি অনিতা ঘোষ।
এক ছাদের তলায় ৪৭ টি স্টল বিশিষ্ট এই প্রদর্শনীতে জায়গা করে নেয় জামাকাপড় থেকে ড্রাই ফ্রুটস, পুজোর সামগ্রী থেকে সুস্বাদু সব খাবার। রজত জয়ন্তী বর্ষের আঙিনায় পা রাখা সম্পূর্ণ মহিলা পরিচালিত এই সংগঠনের সভাপতি অনিতা দেবী মনে করেন যে আর পাঁচটা প্রদর্শনী থেকে তাদের ‘প্রয়াস’ অনেকটাই আলাদা। যেখানে শুধু শিল্পের উৎকর্ষ আস্বাদন ও বিকিকিনিতেই থেমে থাকেনি এই উদ্যোগ। বরং শিল্পের বেঁচে থাকার জন্য শিল্পীর বেঁচে থাকা যে বিশেষ প্রয়োজন, সেই কথা মাথায় রেখেই এই প্রয়াস সুযোগ করে দেয় মহিলাদের স্বনির্ভর হতে। এবং তাদের জীবিকার সাথে সাথে জীবনের জন্য উপযোগী যা কিছু, তা তাদের কাছে পৌঁছে দেওয়ারও সংকল্প নেয়। তাই তার মতে প্রকৃতির ভ্রূকুটি ও শহরের অস্থির পরিস্থিতি সত্বেও বহু মানুষকে সামিল করতে পারল ‘প্রয়াস’ নামের তাদের মহতী এই উদ্যোগ। এই প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত থাকেন এসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট জ্যোতি মাহিপাল এবং প্রখ্যাত অভিনেত্রী ও অধ্যাপক ডঃ সেঁজুতি রায় মুখার্জী।

