তাপস রায় ,বেহালা:না,আর আপনাকে আপনার প্রিয় পছন্দের শাড়িটির জন্য বালিগঞ্জে বা বড়বাজার সহ অন্যান্য জায়গায় মূল্যবান সময়কে সঙ্গী করে যেতে হবে না।এযেন বেহালা সহ সমগ্র দক্ষিণ ২৪পরগনার বেশ কিছু মানুষের কাছে এক পরম পাওয়া। কারণ,এই মুহূর্তে শুধু স্থাণীয় ক্রেতাদের কাছে অন্যান্য সামগ্রীর জনপ্রিয় প্রতিষ্ঠানের শাখা থাকলেও মহিলাদের প্রিয় প্রিয় গোপাল বিষয়ী র কোন শাখা বা শোরুম। ছিলোনা। ১৬ই সেপ্টেম্বর দুর্গাপুজোর প্রাক্কালেই দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার রোডের বেহালা ১৪ নম্বরে বিপরীতে প্রিয় গোপাল বিষয়ী নতুন শোরুমের শুভ সূচনা হয় তাদের প্রতিষ্ঠানের আধিকারিক দুর্গা চরণ লাহা, সৌমজিৎ লাহা,ইন্দ্রনীল লাহা,অরিজিৎ লাহা,শিবব্রত লাহা,সুরভী লাহা,লিপিকা লাহা সহ প্রতিষ্ঠানের শুভককাঙ্খী ও বেশ কিছু ক্রেতা দের উপস্থিতে।পুজো মানেই শাড়ি, শাড়ি বললেই একটাই প্রতিষ্ঠান যার নাম প্রিয় গোপাল বিষয়ী। যদিও তাদের ১১তম শাখার শুভসূচনা হওয়ার প্রথম দিনেই তার অন্যতম কর্ণধার সুরভী লাহা জানান যে তারা এই শাখা যে ক্রেতাদের সাধ ও সাধ্য দুই এর পূরণ করতে সমর্থ হবেন এ ব্যাপারে তিনি নিশ্চিত। তিনি আরও জানান যে এখানে সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে মাত্র ৫০০টাকা থেকে প্রোডাক্টের দাম শুরু হচ্ছে।তিনি মনেকরেন, যে প্রোডাক্টের দাম অহেতুক বাড়িয়ে রেখে কোন রকম ছাড় বা রিবেট দেওয়ার বিষয়টি তারা গ্রহণ করেন না ।এক কথায় পুজোর আগে বেহালায় প্রিয় গোপাল বিষয়ীর বাণিজ্য যাত্রায় যেন ক্রেতাদের চাহিদার স্থানটি পূর্ণ হবে বলে আশাকরা যায়।
প্রিয় গোপাল বিষয়ী এবার বেহালায়
