তাপস রায়,বেহালা: এ যেন সেই ছবি । রবি ঠাকুরের বিখ্যাত সেই গানের কথাটি কে স্মরণ করিয়ে দেয় যে গানের কথায় আছে- মিলেছি আজ মায়ের ডাকে”। কালী পূজা উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার আইএনটিটিইউসি হকার্স ইউনিয়নের নেতা শক্তিপদ মন্ডলের বাড়ির পূজো কুড়ি তম বর্ষে পদার্পণ করল।বেহালার সাহাপুর পঞ্চবটিতলায় এই পুজো উপলক্ষ্যে
প্রতি বছরের মতন এ বছরেও কিছু গরিব অসহায় মানুষদের মধ্যে শাড়ি ও মিষ্টি বিতরণের পাশাপাশি তৃণমূল কর্মীদের নিয়ে একটি একটি প্রীতি ভোজের আয়োজন করা হয়। এ রাজ্যের প্রবীণ ও সংগ্রামী নেতা বিশিষ্ট সমাজসেবী আইনজীবী শক্তিপদ মন্ডলের আয়োজনে এই পূজো কে রীতি আচার থেকে ভোগ প্রসাদ বিতরণের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব গুলি সামলান তার দুই সুযোগ্যা কন্যা শর্মিষ্ঠা মন্ডল বৈদ্য,শ্রীপর্ণা মন্ডল ও তার সহধর্মিনী শিপ্রা মন্ডল ও জামাতা সুভাশীষ বৈদ্য। শক্তিপদ মন্ডল এবং তার স্ত্রী শিপ্রা মন্ডল ছোট কন্যা শ্রীপর্ণা মন্ডল। এবং তার বড় কন্যা শর্মিষ্ঠা মন্ডল বৈদ্য এবং জামাতা শুভাশিস বৈদ্য।

পুজো শেষে এ দিন পুজো শেষে আমন্ত্রিত দলীয় সদস্য সহ কলকাতার মহানাগরিক ববি হাকিম,দেবাশীষ কুমার,দোলা সেন,অঞ্জন দাস,সুদীপ পোললে,পার্থ সরকার,ঘনশ্রী বাগ,গৌতম দাশগুপ্ত,জয়প্রকাশ মজুমদার,ডাঃ তরুণ রায় ও বিভিন্ন জনপ্রতিনিধি, বিশিষ্ট
গুণীজনদের সুন্দর আপ্যায়ন করা হয় শক্তিবাবুর আন্তরিক উদ্যোগে।সব মিলিয়ে লেখা যায় যে এ হেন উদ্যোগে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিশিস্ট ব্যক্তিদের এই প্রীতি মিলন যেন মূলতঃ সর্বশক্তিমান শ্রীশ্রীকালী মায়ের ডাকেই সম্পন্ন হয়।।
