গণজন্মদিনের আনন্দে মাতলো স্কুল শিক্ষার্থীরা!

           তাপস রায়

শিক্ষাবর্ষের আর পাঁচটা দিনের মত সমস্ত বেলাটাই যেন এক অন্য আলোয় আলোকিত হয়ে উঠেছিল বোড়াগাড়ী এইডেড প্রাথমিক বিদ্যালয়ের অন্দরটি। ২৮শে ডিসেম্বর এবছরের শেষ শনিবার হওয়া সত্বেও অনাবিল আনন্দের পূর্ণতার ছোঁয়া পেল বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরাই।কারণ এই দিনটিকেই স্কুল বেছে নেয় তার ছাত্রছাত্রীদের সকলের জন্মদিন পালনের দিন হিসেবে। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান উদ্বোধক রজত বর্মা, আমবাড়ি ধনীরাম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী ও অনুষ্ঠানের প্রধান অতিথি ডঃ আশুতোষ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট মানুষের উপস্থিতিতে আলোচনা ও কেক কাটার আনন্দে সেজে উঠেছিল ঐ দিনটি। এছাড়াও শিক্ষার উন্মেষে মা-শিক্ষার্থী-শিক্ষকের ভূমিকা এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষ ও তার মূল্যবোধ সম্পর্কে একটি উজ্জ্বল উপস্থাপনার জন্য প্রশংসা কুড়োন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকারের পক্ষ থেকে উপস্থাপক বিশিষ্ট সমাজকর্মী আশুতোষ বাবু।জন্মদিনের আনন্দের পাশাপাশি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয়। পড়ুয়াদের জন্মদিনে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের এই সমাবর্তনটিকে সুন্দর সঙ্গ দেয় এক সুস্বাদু ভুরিভোজের আয়োজন। যা এই শুভকামনা ও শুভেচ্ছার দিনটিকে আলোকময় করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *