বরুণ মণ্ডল : ১০০ বছর আগে ১৯২৫ সালের ৯ ফেব্রুয়ারি কলকাতা পৌরসংস্থায় ১৯২৫ – ‘২৬ অর্থবর্ষের পৌর বাজেট ছিল ২ কোটি ৫২ লক্ষ ৫৪ হাজার টাকার। আর আজ ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি সেই কলকাতা পৌরসংস্থায় ২০২৫ – ‘২৬ অর্থবর্ষের পৌর বাজেট পেশ হল ৫ হাজার ৫২৪ কোটি ৮৪ লক্ষ টাকার। তাহলে ১০০ বছরে তফাৎ কতটা ৫ হাজার ৫২২ কোটি। ১০০ বছর আগে ঘাটতি বলে কিছু ছিল না। ১৯২৫ – ‘২৬ অর্থবর্ষের উদ্বৃত্ত বাজেট ছিল ২৪ লক্ষ ৪৪ হাজার টাকা। আর এবার গতবারের থেকে দু’কোটি বেড়ে ঘাটতি হচ্ছে ১১৪ কোটি ৭২ লক্ষ। আর ’পৌরপ্রতিনিধি এলাকা উন্নয়ন প্রকল্প’ ও ‘ইন্টিগ্রেটেড বরো স্কিমে’ ২০২৪ – ‘২৫ অর্থবর্ষে বৃদ্ধি করে ওয়ার্ড প্রতি যথাক্রমে ৩০ লক্ষ ও ২০ লক্ষ টাকা করা হয়েছিল। এবছরেও ওই ক্ষেত্রে সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। যদিও বাম পৌরপ্রতিনিধি নন্দিতা রায় বলেন, ‘ আমরা মানুষের জন্য কাজ করতে চাইছি, কিন্তু ঘাটতি থাকলে পৌর পরিষেবা পৌঁছাতে পারবো না। মহানাগরিক বাজেট বিবৃতির মাত্র পাঁচ পাতা পড়লেন। তাই আমরা পুরোটা পড়ি তারপর বলবো। আর বরো ফান্ড বাড়ানো হলেও শেষের দিকে ফান্ডই দিতে পারেন না। অর্থাৎ গল্প বলে লাভ নেই’। তাৎপর্যপূর্ণ তথ্য হল, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ও আলোকায়ন খাতে বরাদ্দ কমানো হয়েছে। তবে পরিস্রুত পানীয় জল সরবরাহ খাতে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খাতে, বস্তি(উত্তরণ) উন্নয়ন, সড়ক উন্নয়ন-সংরক্ষণ খাতে, কলকাতার নিকাশি-পয়:প্রণালী উন্নয়নে বরাদ্দ ভালো পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০২৬ সালের শেষে কলকাতা পৌরসংস্থার পৌর নির্বাচন হওয়ার কথা। সেই হিসেবে এটাই ফিরহাদ হাকিমের নেতৃত্বে চলতি পৌরবোর্ডের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেট পর্যালোচনায় বিজেপি দলের পৌরপ্রতিনিধি সজল ঘোষ বলেন, ’মহানাগরিক বললেন পৌরসংস্থার কর্মীরা প্রচুর পরিশ্রম করে রাজস্ব বাড়িয়েছেন। কিন্তু আমার কথা হল যাঁরা রাজস্ব বৃদ্ধি করছেন তারাই অবসরের পর পেনশন পান না।’ আর ঘাটতি কমছে কারণ নতুন কর্মী নিয়োগ নেই তাই ঘাটতি কমছে। কর্মী না থাকায় ১,৫২০ কোটির জায়গায় এবার সম্পত্তি কর আদায় হল ১,০১৫ কোটি টাকা। ৫০৫ কোটি টাকা আদায় হল না। এভাবে চললে বছর খানেকের মধ্যে ঘাটতি শূন্য বাজেট পেশ হবে। আর স্যাটেলাইট দিয়ে পুকুর বোজানো বন্ধ করা যায় না। সেটা করতে হবে মাটিতে দাঁড়িয়ে করতে হবে। এসব হল গল্প।’

রেনল্ট এর সুহানা সফর!

সংবাদ:রেনল্ট কিগার এবং ট্রাইবার এমওয়াই 25 উন্নত বৈশিষ্ট্য এবং স্মার্ট আপগ্রেডগুলির সাথে বর্ধিতরেনল্ট তার সেগমেন্টের সবচেয়ে অ্যাক্সেসযোগ্য স্বয়ংক্রিয় টার্বো ভেরিয়েন্টের…