তাপস রায়
দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বিখ্যাত সব মঞ্চ থেকে পাওয়া বহু স্বীকৃতিতে ইতিমধ্যেই ভরেছে তাঁর পুরস্কারের ঝুলি। তবুও তাঁর কাজের ক্ষেত্র থেকে গেছে সেই বাংলাই। তাই সদ্য প্রাপ্ত ‘ শ্রেষ্ঠ বাঙালি ২০২৫ ‘ সম্মান অনির্বাণ সামন্তের কাছে এক অতুলনীয় স্বীকৃতি। দ্যা ইন্ডিয়ান ক্রনিক্যালস এর পক্ষ থেকে সমাজসেবায় তাঁর উল্লেখযোগ্য অবদান ও কর্মনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার তুলে দেওয়া হল অনির্বাণের হাতে। ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহযোগিতায় আয়োজিত শ্রেষ্ঠ বাঙালির শিরোপার জন্য অনির্বাণ এর পাশাপাশি মঞ্চে সম্মানিত হন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট গুণীজন।