নিউজ ডেস্ক: ৯ই এপ্রিল, যাদবপুর ইউনিভার্সিটির অন্তর্গত শ্রী ত্রিগুনা সেন অডিটোরিয়ামে অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে মূলত এনজিওগুলোর আগামী দিনে কীভাবে সরকারি সুবিধা পাওয়া যেতে পারে এবং বিভিন্ন স্কিম ও সহায়তার মাধ্যমে কীভাবে আর্থিক সহায়তা ও ফান্ডিং অর্জন করা সম্ভব, তা নিয়ে বিশদ আলোচনা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডঃ তাপস দে, পি কে দাস (জয়েন্ট ডিরেক্টর ও হেড অফ অপারেশন, ডিএফও, এমএসএমই, গভঃ অফ ইন্ডিয়া), সুপ্রিয় ঘোষ (ডিজিএম, হিন্দুস্থান ন্যাশনাল গ্লাস লিমিটেড), সঞ্জীব গায়েন (সিনিয়র ম্যানেজার, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ ইন্ডিয়া), ডঃ লক্ষ্মীকান্ত নায়েক (প্রিন্সিপাল হেড গবেষক, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ), রাজীব কুমার মন্ডল (সিনিয়র ম্যানেজার, ইন্ডিয়ান অয়েল), এইচ এস সাতরা (ডেপুটি জেনারেল ম্যানেজার, ইন্ডিয়ান অয়েল), শমিক বসু (সিএসআর ম্যানেজার, রাসমী), রঘুমনি চ্যাটার্জী (ডেপুটি ম্যানেজার, এসআরএমবি), সৌমিক ব্যানার্জী (এইচএলসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া), শ্রীমতি অমৃতা সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানটি এনজিওদের ক্ষমতায়ন ও সহযোগিতার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়েছে।