সুরশ্রী রায় চৌধুরী
১৩ এপ্রিল, ২০২৫ রবিবার নলিনী গুহ সভাগৃহে ডাঃ বি সি রায় মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে এবং সান্ধ্যছায়া মননশীল সাহিত্য পরিবারের সহযোগিতায়
কবি ও সাহিত্যিক মহিবুর রহমান সম্পাদিত এবং তার কন্যা সহ সম্পাদিত ফারহিন খাতুনের ‘ সান্ধ্যছায়া মননশীল সাহিত্য সংকলন গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হল। এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে
সংস্থার পক্ষ থেকে কবি ও শিক্ষিকা অন্তরা দাঁ কে ” ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি সম্মান -২০২৫ এ ভূষিত করা হল। সভাপতির আসন অলঙ্কৃত করেন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জহর মজুমদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল। স্বাগত ভাষণ দেন সম্পাদক মহিবুর রহমান। আলোচনায় অংশ নেন কবি ও প্রাবন্ধিক পার্থ সারথি গায়েন (বিষয় – কবির লক্ষ্য কি মহাকাল?) এবং সাহিত্যিক মোস্তাক আহমেদ ( বিষয় – লিটল ম্যাগাজিন :- দেশ, কাল ও সমাজ) . অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, কবি সুনীল মাজি,কবি ও চিত্রকার শ্যামল জানা, কবি ও দূরদর্শন সঞ্চালিকা দেবযানী আইচ, কবি ও যুগ সাগ্নিক এর সম্পাদক প্রদীপ গুপ্ত, কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, শিক্ষাবিদ বংশীবদন চট্টোপাধ্যায়, মডেল মেকআপ আর্টিস্ট ও অভিনেত্রী পত্রালী ব্যানার্জি, আচার্যজ্যোতিষী চন্দ্রানী ভট্টাচার্য সহ অনেকে । সঞ্চালনা করেন কবি চন্দ্রাবলী মুখোপাধ্যায়। সংগীত পরিবেশন করেন ছায়া হিন্দোল এর শিল্পী চ্যাটার্জি ও বিপ্লব দাস ও সম্প্রদায় , নৃত্য পরিবেশন করেন নৃত্তাঙ্গন ড্যান্স আকাদেমির কর্ণধার নিবেদিতা মজুমদার পরিচালনায় মৌমি ঘোষ, সমৃদ্ধি দাস ও অনুশ্রী দাস। বাচিক শিল্পী ইন্দ্রাণী ঘোষ এর গ্রুপ ড্যান্স অনন্যা লোধ, গৌতম অধিকারী ও শ্রেয়সী দে। প্রায় ১০০ জন কবিতা ও আবৃত্তি পাঠ করেন। সহ সম্পাদিকা ফারহিন খাতুন কবি সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের এক অন্য মাত্রা এনে দেয়
চৈত্রের বেলা শেষে ‘ সান্ধ্যছায়া মননশীল সাহিত্য সংকলন ‘
