“
তাপস রায়, কলকাতা, ১৩ই জুন ২০২৫:
নতুন কলকাতার বুকে এক নতুন আশার আলো নিয়ে আত্মপ্রকাশ করল সর্বাণী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তাজ, সিটি সেন্টার-২, নিউ টাউনে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল সংস্থার আনুষ্ঠানিক যাত্রা। মূল লক্ষ্য – সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবনে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরা, যেমন রাজারহাট-নিউ টাউনের বিধায়ক তপস চ্যাটার্জি, ফাউন্ডেশনের পরিচালক ড. অর্ণব বোস ও বৈশাখী দাস চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী সুদেষ্ণা রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. অর্ণব বোস বলেন, “সর্বাণী ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজের দুর্বলতম মানুষের পাশে দাঁড়ানোর এক সপক্ষে পদক্ষেপ। আমরা চাই কলকাতার প্রতিটি প্রান্তে পৌঁছে তাঁদের মূল সমস্যাগুলি সমাধানে কাজ করতে।”
সংস্থার সহ-পরিচালিকা বৈশাখী দাস চৌধুরী বলেন,
“এই পথচলা শুধুই সামাজিক কাজ নয়, এটি হৃদয়ের ডাক। আমরা মহিলাদের এবং শিশুদের সুরক্ষা, অধিকার এবং বিকাশে কাজ করছি। গর্ভবতী মহিলা, সদ্য মা হওয়া নারীদের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, আইনি সহায়তা ও অর্থনৈতিক সহায়তা দিয়ে তাঁদের জীবনের মান উন্নত করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। শিশুদের শিশুশ্রম, নির্যাতন ও পাচার থেকে মুক্ত করে পূর্ণ পুনর্বাসনের জন্য আমরা দিনরাত এক করে কাজ করছি।”
বিধায়ক তপস চ্যাটার্জি তাঁর বক্তব্যে বলেন, “কলকাতার বুকে এমন এক মানবিক উদ্যোগের সূচনা সত্যিই প্রশংসনীয়। আমি সর্বাণী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী পথচলার জন্য শুভেচ্ছা জানাই।”
ফাউন্ডেশনটি পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় – দারিদ্র্য দূরীকরণ, অনিশ্চিত জীবনের অবসান এবং সকলের জন্য কল্যাণ নিশ্চিত করা এর প্রধান উদ্দেশ্য