কলকাতা, ১২ জুন ২০২৫: পূর্ব ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস দক্ষিণ কলকাতার মুকুন্দপুর ইউনিটে উদ্বোধন করল তাদের সম্পূর্ণ নতুন, আন্তর্জাতিক মানসম্পন্ন নিউরো সায়েন্সেস প্রোগ্রাম। মস্তিষ্ক, স্নায়ু ও মেরুদণ্ড-সংক্রান্ত যে কোনও জটিল সমস্যার দ্রুত, আধুনিক ও সম্মিলিত চিকিৎসা এই কেন্দ্রের মাধ্যমে এবার থেকে শহরবাসীর নাগালে আসছে। নিউরো চিকিৎসায় ‘ওয়ান-স্টপ সলিউশন’
নতুন এই উদ্যোগে এক ছাতার নিচে একত্রিত হয়েছেন নিউরোলজিস্ট, নিউরোসার্জন, নিউরো-ইন্টারভেনশনিস্ট, নিউরো রেডিওলজিস্ট, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ও পুনর্বাসন বিশেষজ্ঞরা। এর ফলে একক প্ল্যাটফর্মে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা, অস্ত্রোপচার এবং পোস্ট-অপারেটিভ কেয়ার—সবকিছুই মিলবে মুকুন্দপুরেই।আধুনিক চিকিৎসা, মানবিক দৃষ্টিভঙ্গি
এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডঃ জয়ন্ত রায়, রিজিওনাল হেড (পূর্ব) – নিউরোলজি, বলেন,
“আজকের দিনে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, বিশেষত স্ট্রোক বা নিউরো ট্রমার মতো ক্ষেত্রে। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা নয়, সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা। মণিপাল-এ আন্তর্জাতিক ক্লিনিক্যাল স্ট্যান্ডার্ড মেনেই সমস্ত সেবা প্রদান করা হচ্ছে।”
- আর্জেন্ট নিউরোলজি ক্লিনিক – ভারতে প্রথমবার চালু হল দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতার ব্রডওয়ে ইউনিটে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা।
- অ্যাকিউট স্ট্রোক ম্যানেজমেন্ট প্রোগ্রাম – আন্তর্জাতিক স্ট্রোক কোড অনুযায়ী পরিচালিত; জরুরি ভিত্তিতে থ্রম্বোলাইসিস ও ক্লট রিমুভাল।
- নিউরো ট্রমা সার্ভিস – দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত অস্ত্রোপচার ও ট্রমা কেয়ার।
- শিশুদের জন্য পেডিয়াট্রিক নিউরোলজি ও পিআইসিইউ ইউনিট – মৃগী, সেরিব্রাল পালসি, জন্মগত সমস্যার চিকিৎসায় দক্ষ টিম।
- স্ট্রোক রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রিভেনশন ক্লিনিক – রোগীর জীবনধারা, পারিবারিক ইতিহাস ও জিনগত তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত স্বাস্থ্য পরিকল্পনা।
- অটিজম আক্রান্ত শিশুদের জন্য ফ্রি নিউরো কনসালটেশন – ‘আশা নিকেতন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে।
ডাঃ অম্লান মন্ডল, কনসালট্যান্ট – অ্যাডাল্ট ও পেডিয়াট্রিক নিউরোলজি, বলেন,
“আমরা এখানে শুধু চিকিৎসা নয়, একটি শক্তিশালী ‘মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ’ তৈরি করেছি—যা জটিল কেস দ্রুত ও সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে।”
ডাঃ দীপেন্দ্র কুমার প্রধান, সিনিয়র কনসালট্যান্ট – নিউরোসার্জারি, বলেন,
“নিউরোসার্জারির প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। এখানে আমরা সেই গুরুত্ব বুঝেই কাজ করি—অপারেশনের আগের জরুরি সিদ্ধান্ত থেকে শুরু করে পরবর্তী পুনর্বাসন পর্যন্ত।”
সমাজমুখী দৃষ্টিভঙ্গি
ডাঃঅয়নাভ দেবগুপ্ত, রিজিওনাল চিফ অপারেটিং অফিসার – মণিপাল হসপিটালস (ইস্ট), বলেন,
“আমাদের লক্ষ্য সবসময় ছিল সবার জন্য সঠিক সময়ে মানসম্পন্ন চিকিৎসা পৌঁছে দেওয়া। এই নিউরো উদ্যোগে আমরা সেই লক্ষ্যকে বাস্তব রূপ দিলাম। রোগীকে আর একাধিক জায়গায় ঘুরতে হবে না—এক ছাতার নিচে মিলবে সমস্ত সেবা।”