“সতেরো রঙে রঙিন আলোতে মনি স্কোয়ারে উজ্জ্বল ‘শন ‘

Inshot 20250616 000747605

📍 কলকাতা, ১৫ জুন ২০২৫:
কলকাতার হৃদয়ে গড়ে ওঠা এক আধুনিক জীবনের ঠিকানা, মণি স্কোয়ার মল আজ পা দিল তার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। বিগত সতেরো বছর ধরে, এই মল শুধু কেনাকাটার জায়গা নয়, হয়ে উঠেছে কলকাতার সংস্কৃতি, বিনোদন এবং পারিবারিক আনন্দের অন্যতম কেন্দ্রস্থল।

🎉 এই বিশেষ উপলক্ষে মল জুড়ে শুরু হয়েছে রঙিন এক উৎসব – অফার, লাইভ মিউজিক, পারফর্ম্যান্স, কনটেস্ট এবং পুরস্কারে ভরপুর এই আয়োজন চলবে সপ্তাহব্যাপী।

🛍️ শপিং লাভারদের জন্য থাকছে:
🔹 মেগা ডিসকাউন্ট অফার
🎤 লাইভ এন্টারটেইনমেন্ট শো
🎁 কনটেস্টে অংশ নিয়ে জিতে নেওয়ার সুযোগ গ্র্যান্ড গিফটস!

🎂 আজকের কেক কাটার মাধ্যমে উৎসবের সূচনা করেন মণি গ্রুপ-এর সিইও শ্রী সঞ্জয় ঝুনঝুনওয়ালা, সঙ্গে ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জি, যাঁর উপস্থিতি মলে ভক্তদের ভিড় বাড়িয়ে তোলে।

🗣️ মিস সুদর্শনা গাঙ্গুলী, মণি গ্রুপ-এর প্রতিনিধি জানান,

এই ১৭ বছর আমাদের জন্য এক আবেগঘন যাত্রা। প্রতি ধাপে আমাদের সঙ্গে ছিলেন আপনাদের মত ভালোবাসার মানুষ। আজকের এই দিন সেই সম্পর্কেরই উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pop up 1