সর্বানী র স্বপ্নেই মানবিকতার ধারাবাহিকের সুভারম্ভ

Inshot 20250614 002324675

l


কলকাতা, ১৩ জুন ২০২৫:
সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর এক দৃঢ় সংকল্প নিয়ে, আজ কলকাতার নিউটাউনের তাজ, সিটি সেন্টার-২-এ অনুষ্ঠিত হল সর্বাণী ওয়েলফেয়ার ফাউন্ডেশন–এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।

এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, ফাউন্ডেশনের দুই পরিচালক ড. অর্ণব বোসবৈশাখী দাস চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসাবে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায়

ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার ড. অর্ণব বোস বলেন,
“সর্বানী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের স্বপ্নের বাস্তব রূপ। আমরা কলকাতার প্রতিটি গলিতে পৌঁছে সমাজের আসল সমস্যাগুলোর মূলে হাত দিতে চাই—যেখানে মানুষ আজও ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।”

সহ-পরিচালিকা বৈশাখী দাস চৌধুরী তাঁর বক্তব্যে বলেন,
“এই যাত্রা শুধুই সামাজিক কাজ নয়—এটি একটি মিশন। আমরা বিশেষভাবে মহিলাদের, গর্ভবতী মা ও শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আইনি সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি শিশুশ্রম, পাচার ও নির্যাতনের শিকার শিশুদের পুনর্বাসনে দিনরাত কাজ করে চলেছি। আমাদের লক্ষ্য, এক মানবিক সমাজ গড়ে তোলা—যেখানে সবাই মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।”

তাপস চ্যাটার্জি, বিধায়ক, তাঁর বক্তব্যে বলেন,
“সর্বানী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই মানবিক প্রচেষ্টা নিঃসন্দেহে এক নতুন দিগন্তের সূচনা। আমি তাদের এই মিশনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।”

সর্বাণী ওয়েলফেয়ার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমুখী লক্ষ্য—দারিদ্র্য দূরীকরণ, অনিশ্চিত জীবনের অবসান এবং সমাজের প্রতিটি স্তরের জন্য সামগ্রিক কল্যাণ—এই উদ্দেশ্যগুলির সঙ্গে যুক্ত থেকে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pop up 1