পয়সায় নয় প্লাস্টিকের বদলে চাল দিচ্ছে ক্রেডাই!

Inshot 20250617 001044808

১৬ জুন, কলকাতা – পরিবেশ রক্ষা ও সমাজসেবার এক অভিনব উদ্যোগ নিয়েছে ক্রেডাই কলকাতা। ‘রাইস ফর প্লাস্টিক’ নামে এই ক্যাম্পেন শহরের নির্মাণশ্রমিকদের পুষ্টির চাহিদা মেটানো এবং প্লাস্টিক ও ই-বর্জ্য দূষণ রোধে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে। কলকাতা, হাওড়া ও হুগলির বিভিন্ন নির্মাণ প্রকল্প এলাকায় চলছে এই উদ্যোগ, যেখানে স্থানীয় বাসিন্দা ও নির্মাণশ্রমিকরা ২ কেজি শুকনো প্লাস্টিক বা ই-বর্জ্যের বিনিময়ে পাচ্ছেন ১ কেজি চাল। এই ক্যাম্পেন ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শত শত পরিবার প্লাস্টিক ও ই-বর্জ্য জমা দিয়ে এই কার্যক্রমে অংশ নিচ্ছেন। ১৬ জুন কেএমডিএ প্রকল্পে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মাননীয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র শ্রী ফিরহাদ হাকিম। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি একযোগে সমাজ ও পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রেডাই কলকাতার প্রেসিডেন্ট ও প্রিমার্ক গ্রুপের ডিরেক্টর শ্রী সিদ্ধার্থ পানসারি বলেন, ‘রাইস ফর প্লাস্টিক’ আমাদের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। নির্মাণ শ্রমিক ও স্থানীয়দের এমন সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করে তোলে যে আমরা একসঙ্গে বাস্তব পরিবর্তন আনতে পারি। এই উদ্যোগ প্রমাণ করছে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ব পালন একসাথে সম্ভব। ভবিষ্যতেও এমন কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ক্রেডাই কলকাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pop up 1