তাপস রায়,কলকাতা: পর্যটন শিল্পের বিকাশ ও প্রচারে বিশেষ ভূমিকা রাখতে এক দশক ধরে অনুষ্ঠিত হয়ে আসা বেঙ্গল ট্যুরিজম ফেস্ট-এর দশম সংস্করণে এবারও জাঁকজমকপূর্ণভাবে সূচনা হয় ।আয়োজক অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল (এটিএসপিবি) জানিয়েছে, এবারের উৎসবে অংশগ্রহণ করে দেশের সাতটি রাজ্য পর্যটন দপ্তর ও ১১০টি বেসরকারি পর্যটন সংস্থা।
মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পর্যটন মন্ত্রকের পূর্বাঞ্চল শাখার আঞ্চলিক পরিচালক শ্রী প্রণব প্রকাশ। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী আশোক দেব ও বিশিষ্ট সাংবাদিক শ্রী প্রবীর ঘোষাল। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দুই মন্ত্রী—পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী ও অগ্নি ও বিপর্যয় পরিষেবা মন্ত্রী শ্রী সুজিত বসু।এছাড়াও অন্যান্য বিশিষ্ট উপস্থিতির মধ্যে ছিলেন বিধায়ক শ্রী মদন মিত্র, শ্রী তাপস চট্টোপাধ্যায় ও শ্রী রাণা চ্যাটার্জি।অনুষ্ঠানে অন্যান্য রাজ্যের সরকারি পর্যটন আধিকারিকরাও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ত্রিপুরা পর্যটনের যুগ্ম পরিচালক অনিরুদ্ধ রায়, তামিলনাড়ু পর্যটনের পর্যটন আধিকারিক সেলভারাজু থাঙ্গাভেলু, বোড়ো ল্যান্ড পর্যটনের সহকারী পর্যটন উন্নয়ন আধিকারিক ভূমা রাণী বরগোয়ারি এবং দিল্লি পর্যটনের পর্যটন আধিকারিক যতীন চৌধুরি।এই উৎসবকে কেন্দ্র করে পর্যটন খাতের সঙ্গে যুক্ত হোটেল, হোম স্টে, ট্রাভেল এজেন্সি ও অন্যান্য পরিষেবা সংস্থাগুলির মধ্যে সংযোগ ও সহযোগিতার এক অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এইফেস্টিভ্যালকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে।