মেডিক্যাল সিম্পোজিয়াম এ নারীদের স্বাস্থ্যকথায় বিশিষ্ট চিকিৎসকেরা

Inshot 20250625 230314839

আজটকস ,কলকাতা:মহিলাদের স্বাস্থ্য নিয়ে কলকাতায় ব্যতিক্রমী উদ্যোগ, চিকিৎসকদের একসাথে নিয়ে সফল মেডিক্যাল সিম্পোজিয়সরী স্বাস্থ্য নিয়ে আলোচনার কেন্দ্রস্থল হয়ে উঠল আজ কলকাতার প্রিন্সটন ক্লাব, যেখানে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ মেডিক্যাল সিম্পোজিয়াম। লঞ্চারজ পাবলিক রিলেশনস ও ইভেন্ট-এর পরিকল্পনায় এবং জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় এই অনুষ্ঠানটি হয়ে ওঠে চিকিৎসাবিদ্যার এক সমন্বিত মিলনমেলা। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের খ্যাতনামা চিকিৎসকগণ—ব্রিগেডিয়ার (ডাঃ) বরুণ দত্ত (অর্থোপেডিক্স), ডাঃ নেহা চৌধুরি (ব্রেস্ট অনকোলজি), ডাঃ দেবজ্যোতি তাপাদার (গাইনোকোলজি), ডাঃ অনিরুদ্ধ ঘোষ (চর্মরোগ), ডাঃ কৃষ্ণা পোদ্দার (ব্যথা ও স্পাইন বিশেষজ্ঞ), এবং ডাঃ অঞ্জুলা বিনায়কিয়া (ল্যাপারোস্কোপিক সার্জন)। তাঁদের প্রত্যেকে তুলে ধরেন নারীদের শরীর ও মনের সুস্থতা নিয়ে বাস্তব অভিজ্ঞতা, গবেষণালব্ধ জ্ঞান এবং বিভিন্ন রোগ সম্পর্কে কার্যকর প্রতিকার। আলোচনা স্পর্শ করে অস্থি ও সন্ধির সমস্যা, স্তন ক্যানসার, চর্মরোগ, প্রজননস্বাস্থ্য ও মানসিক চাপ—সবকিছুই। স্বাস্থ্যখাতের পেশাদার ও সাধারণ মানুষ মিলিয়ে উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, আর অংশগ্রহণকারীরা সরাসরি চিকিৎসকদের প্রশ্ন করার সুযোগ পেয়ে দারুণভাবে উপকৃত হন। লঞ্চারজ-এর কর্ণধার রাজীব লোধা জানান, নারীদের জন্য এমন একটি তথ্যভিত্তিক ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল তাঁদের প্রধান উদ্দেশ্য, যেখানে তাঁরা বিশেষজ্ঞদের কাছ থেকে সঠিক দিশা পেতে পারেন। আধুনিক সময়ে যেখানে নারী স্বাস্থ্য নানা জটিলতার মুখে, সেখানে এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে এবং ভবিষ্যতে আরও সচেতন, শিক্ষিত ও স্বাস্থ্যবান নারীসমাজ গঠনে সহায়ক হবে বলেই মনে করছেন সকল আয়োজক ও অংশগ্রহণকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pop up 1