তাপস রায়, কলকাতা: ক্লাবটির বয়স১২৭ বছর হলেও তার তারুণ্য যেন আজও আকর্ষনীয়।তাই গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এর লেখা উপরে গানের কথাটি যেন আরো একবার মনে পড়ে গেল উপস্থিত ক্লাবের সকলকে দেখে । ময়দানের সকলের প্রিয়
উয়াড়ী ক্লাব যেন সবরকম সমস্যাকে দূরে ঠেলে দিয়ে তারা এগিয়ে চলেছে। ২৪শে জুনের সন্ধ্যায় ময়দানের ক্রীড়া সাংবাদিক তাঁবুতে অনুষ্ঠিত হয়ে গেল ক্লাবের ম্যান ঐতিহ্যবাহী জার্সি উন্মোচন। প্রাক্তন ফুটবলার তরুণ বসু, প্রদীপ দত্ত, নাসির আর আহমেদ, প্রবীর চক্রবর্তী, মহিলা ফুটবলার শান্তি মল্লিক, সেন্ট্রাল শান্তনু চ্যাটার্জি, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ অন্যরা অনুষ্ঠানে হাজির প্রয়ার ছিলেন। শুরুতেই প্রয়াত ক্রিকেটার দিলীপ দোশীর স্মরণে এক মিনিট না। নীরবতা পালন করা হয়। সকলেই সবাই আশাবাদী যে এবার কলকাতা ফুটবল লিগে ভালো ফল করবে উয়াড়ী। অনুষ্ঠানটিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব অধিকর্তা ইন্দ্র নাথ পাল।