শপথের পর বিধানসভায় কি বললেন আলিফা

Img 20250702 wa0034

২রা জুলাই,কলকাতা:আজ বিধানসভা ভবনে শপথ নিলেন কালীগঞ্জের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক আলিফা আহমেদ। তাঁকে শপথ বাক্য পাঠ করান পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ, সুজিত বোস, প্রদীপ মজুমদার, দেবাশীষ কুমার সহ আরও বহু মন্ত্রী ও বিধায়ক।

উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বাবার রেখে যাওয়া আসনে পদার্পণ করলেন আলিফা। তিনি জানিয়েছেন, কালীগঞ্জের মানুষকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যেতে চান উন্নয়নের পথে। তামান্না হত্যা মামলার প্রসঙ্গেও তিনি সরব হয়ে জানিয়েছেন, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করাই হবে তাঁর প্রথম দায়িত্ব।

আলিফা আহমেদের শপথ গ্রহণের মধ্যে দিয়ে কালীগঞ্জ যেন নতুন আশার আলোয় পথ দেখছে—যেখানে আছে প্রতিশ্রুতি, দায়িত্ব এবং জনগণের প্রতি এক অটুট অঙ্গীকার।

ছবি: সুবল সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pop up 1