ভাইরাল গান মিশে গেল বাস্তবের বকুলতলায়!

Img 20250702 wa0003

তাপস রায়: রাতারাতি বিখ্যাত হয়ে ওঠা গানের কথা যে একটি এলাকার রথের ছবির সাথে মিলে যেতে পারে তা এই মেলায় না পৌঁছলে বোঝাই যেত না। এরকমই একটি মেলার আয়োজন করে বহুজনের মেলার আনন্দ মেটাতে সক্ষম হয়েছে বেহালার এক স্থানীয় সংগঠন ‘আমরা কজন ‘। গত ২৭শে জুন স্থানীয় পুর প্রতিনিধি পার্থ সরকার এর শুভ উদ্বোধনের পর এই সংগঠনেরই রথ স্বর্গীয় দুলালেন্দু চ্যাটার্জির বাড়ির চাতাল ছুঁয়ে পড়ুই পাকা রোড ধরে এগিয়ে ছিল বেহালার বকুলতলা কে সাক্ষী রেখে। কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের এই বকুলতলাই এক সদ্য বিখ্যাত হয়ে ওঠা গানের সার্থক দৃশ্য ধারণ করে সর্বসাধারণের জন্য মেলার দরজা খুলে দিয়ে।

1000066352


এই মেলার প্রধান উদ্যোগী দিব্যেন্দু চ্যাটার্জি,শীর্ষেন্দু চ্যাটার্জি, রনজিৎ মাইতি,গোপাল সাহা,পার্থ মজুমদার ,অমিতাভ মজুমদার, সন্দীপ নাথ,সঞ্জীব রাজ, মৌমিতা চ্যাটার্জি,শর্মিষ্ঠা নাথ,মহুয়া মাইতি,প্রিয়াঙ্কা নাথ, অপরাজিতা চ্যাটার্জি, অর্পিতা মজুমদার ,রুম্পা মজুমদার সহ অল্পবয়সী ঈশিতা,রিমিতা,ইমন, অদ্রিজা এবং স্থানীয় বহু মানুষের সহযোগিতায় এই রথযাত্রা মাত্র চতুর্থ বছরেই এক বড় উৎসবে পরিণত হয়েছে। সেখানে পৌঁছলে বোঝা যায় যে প্রথম বছরেই উৎসব কেন্দ্রিক এই মেলা যেন নিজেকে অনেকটা এগিয়ে রেখেছে। আর এই সবকিছুর মাঝে যেন দিন দিন এই উৎসব এক অনাবিল আনন্দ দান করছে ‘আমরা কজন’- এর উদ্যোগে বহুজনের মানব ভোজনের মাধ্যমে।

1000066355

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *