খুঁজে নেওয়ার পালা এবার উত্তরবঙ্গে!

Inshot 20250706 213721367

তাপস রায়, আজটকস: ৩রা জুলাই ২০২৫ তারিখে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হলো “প্রিন্স অ্যান্ড প্রিন্সেস নর্থ বেঙ্গল ট্যালেন্ট হান্ট ২০২৫” এর যা আয়োজন করছে “ফার্স্ট কাট এন্টারটেইনমেন্ট” উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা অগণিত গোপন প্রতিভাকে তুলে আনার লক্ষ্যেই এই প্রয়াস এই উদ্যোগ শুধুমাত্র এক প্রতিযোগিতা নয় বরং এক সামাজিক দায়বদ্ধতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক সহ খ্যাতনামা ফটো আর্টিস্ট অনুপম হালদার যিনি বলেন আজও সমাজে অনেক মানুষ রয়েছেন যারা প্রতিভাবান হওয়া সত্ত্বেও শুধুমাত্র সুযোগের অভাবে পিছিয়ে রয়েছেন এই ধরনের মঞ্চ তাঁদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে অনুষ্ঠানের অন্যতম মুখ ফ্যাশন কোরিওগ্রাফার অরিন্দম চ্যাটার্জি স্পষ্ট জানান প্রতিযোগিতায় অংশগ্রহণ একেবারেই নিখরচায় যাতে অর্থনৈতিক সীমাবদ্ধতা কোনও প্রতিভার পথ আটকাতে না পারে আরও উপস্থিত ছিলেন “আইকনিক ইভেন্ট প্ল্যানার” এর ডিরেক্টর ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাথী সরকার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার নীতু সাহা প্রযোজক শ্যামাপ্রসাদ দত্ত ও শম্পা দত্ত এবং সমাজসেবী অনির্বাণ সামন্ত সকলেরই অভিমত এই প্রতিযোগিতা শুধুই একটি ফ্যাশন শো নয় বরং এটি একটি শক্তিশালী সামাজিক উদ্যোগ যা নতুন প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জন্য এক মূল্যবান মঞ্চ হয়ে উঠবে “প্রিন্স অ্যান্ড প্রিন্সেস নর্থ বেঙ্গল ট্যালেন্ট হান্ট ২০২৫” প্রতিযোগিতার বাইরেও প্রতিভা চর্চা ও বিকাশকে প্রধান্য দিয়ে এক নতুন সাংস্কৃতিক দিগন্তের দিকে এগিয়ে চলেছে যা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ভুবনে এক ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pop up 1