তাপস রায়, আজ টকস: আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে রোগ নির্ণয়ের ক্ষেত্রে রক্তপরীক্ষা ও বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষার ভূমিকা অপরিসীম অথচ সাধারণ মানুষের মধ্যে এই পরীক্ষাগুলিকে ঘিরে রয়েছে একধরনের অনীহা ও ভুল ধারণা অনেকেই মনে করেন চিকিৎসকরা অহেতুক টেস্ট করিয়ে থাকেন কিন্তু বাস্তবে এই পরীক্ষাগুলিই চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয় এই ভুল ধারণা দূর করে চিকিৎসা প্রক্রিয়ায় পরীক্ষার গুরুত্ব তুলে ধরতেই কলকাতার প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল একটি নতুন সংগঠন দ্য অ্যাসোসিয়েশন অব ল্যাবরেটরি মেডিসিন সংক্ষেপে ALM যার মূল উদ্দেশ্য ‘বেটার হেলথ থ্রু ল্যাবরেটরি মেডিসিন’ এই সংগঠনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বায়োকেমিস্ট্রি প্যাথোলজি মাইক্রোবায়োলজি ট্র্যান্সফিউশন মেডিসিন ও ল্যাবরেটরি মেডিসিনের অভিজ্ঞ ও বিশিষ্ট চিকিৎসকেরা ALM সভাপতি ডা তমালকান্তি ঘোষ জানালেন যে চিকিৎসকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জটিল ও সংকটাপন্ন রোগীদের আরও সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে অন্যদিকে ডা অশ্বিনী সেনগুপ্ত মনে করেন ALM চিকিৎসকদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারতে এই প্রথমবার এই পাঁচটি শাখার চিকিৎসকদের একত্রিত করে একটি স্বতন্ত্র ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করা হল যা এতদিন পর্যন্ত অনুপস্থিত ছিল ALM এর অন্যতম পৃষ্ঠপোষক ডা প্রদীপ মিত্র ডা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ডা এস এম নাদিম সেনগুপ্ত ও ডা শুশ্রুত সেন তাঁদের অভিজ্ঞতা দিয়ে সংগঠনের কার্যক্রমকে সমৃদ্ধ করবেন ALM মূলত চিকিৎসকদের মধ্যে নিয়মিত জ্ঞান ও প্রযুক্তির আদানপ্রদান পরীক্ষার গুণগত মান রক্ষা এবং সাধারণ মানুষকে সচেতন করে পরীক্ষার ভয় দূর করার দিকেই বিশেষ গুরুত্ব দেবে এই সংগঠনের মাধ্যমে পরীক্ষাকে ঘিরে থাকা ভুল ধারণা ভেঙে চিকিৎসা ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও নির্ভরতা আসবে এমনটাই আশাবাদ চিকিৎসকমহলের
ALM এর ছোঁয়ায় শরীরের হাল হদিশ
