এ জুলাই এ কলকাতা ভাসবে!

Img 20250711 123308

কলকাতা ১১ই জুলাই: এইচসি কার্নিভাল ২০২৫-এর কাউন্টডাউন শুরু: উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচিত লোগো, ম্যাসকট ও ট্রফি।শহরের অন্যতম প্রতীক্ষিত বার্ষিক ক্রীড়া উৎসব এইচসি কার্নিভাল ২০২৫-এর আনুষ্ঠানিক সূচনা হল আজ, শুক্রবার, ১১ই জুলাই সকালে। ল্যান্সডাউনে অবস্থিত হিন্দুস্থান ক্লাবে আয়োজিত এক বিশেষ প্রেস সম্মেলনে উৎসবের টি-শার্ট, লোগো, ম্যাসকট, মেডেল ও ট্রফির উন্মোচন করা হয়।play. Perform. Celebrate.”—এই থিমকে সামনে রেখে এইচসি কার্নিভাল চলবে আগামী ২৬শে জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত। প্রতি বছরের মতোই এবারও থাকবে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং কমিউনিটির মিলনমেলা।এই বছর হিন্দুস্থান ক্লাবের ৮০তম বর্ষ উদযাপনও বিশেষ তাৎপর্য বহন করছে। ক্লাবের পরিকাঠামোগত রূপান্তর ও আধুনিকীকরণের কাজও চলছে জোর কদমে, যার সাক্ষী থাকবেন এই কার্নিভালের অংশগ্রহণকারীরা।কার্নিভালে অংশ নিচ্ছে শহরের একাধিক নামী ক্লাব—বেঙ্গল রোয়িং ক্লাব, রয়্যাল কলকাতা গল্ফ ক্লাব (RCGC), রয়্যাল কলকাতা টার্ফ ক্লাব (RCTC), ক্যালকাটা পাঞ্জাব ক্লাব (CPC), স্যাটারডে ক্লাব, ক্যালকাটা সুইমিং ক্লাব (CSC), ডালহাউসি ইনস্টিটিউট (DI) সহ আরও অনেক ক্লাব।
পুরুষ ও মহিলাদের ক্রিকেট, সুইমিং, পিকলবল, স্কোয়াশ, ডার্টস, দাবা, ক্যারম, টেবিল টেনিস, স্নুকার, ৯-বল পুল সহ নানা ইভেন্টে প্রতিযোগিতা হবে।এইচসি কার্নিভাল ২০২৫-কে সফল করে তুলতে পাশে দাঁড়িয়েছে একাধিক পৃষ্ঠপোষক সংস্থা— ভিক্টোরিয়া জুট কোম্পানি, গোদাবরী কমোডিটিজ লিমিটেড, হিন্দকন কেমিক্যালস লিমিটেড, আশিকা স্টক ব্রোকিং ও শ্যাম স্টিল লিমিটেড।হিন্দুস্থান ক্লাবের সভাপতি ঋষভ সি. কোঠারি বলেন,
“এই কার্নিভাল শুধুই একটি খেলার আসর নয়, এটা আবেগ, পারফরম্যান্স আর সমাজের বন্ধনের উৎসব। আমরা গর্বিত এই যাত্রার সূচনালগ্নে এইচসি কার্নিভালের পরিচয় প্রকাশ করতে পেরে।”উল্লেখ্য, হিন্দুস্থান ক্লাব দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এইচসি কার্নিভাল ২০২৫ তারই এক উজ্জ্বল প্রতিফলন—যেখানে ঐতিহ্য, প্রতিভা ও উৎসব মিলেমিশে এক অভিন্ন আবহ তৈরি করবে কলকাতার হৃদয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *