উত্তরবঙ্গ, আজটকস :সম্প্রতি ,আমবাড়ি ধনিরাম হাই স্কুলের পক্ষ থেকে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় সুভাষচন্দ্র রায় মহাশয়ের সম্মানে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষারত্ন সম্মানপ্রাপ্ত ড. আশুতোষ দত্ত, যিনি নিজে ভারত সেবাশ্রম সংঘ“ প্রধান শাখার পক্ষ থেকে ‘ভারত শিক্ষক সম্মান’ এ সম্মানিত হয়েছেন।এদিন বিদায়ী সম্ভাষণের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আবেগঘন এই বিদায় মুহূর্তে বিদ্যালয় সমগ্র পরিবার একসাথে এক মঞ্চে গড়ে তোলে শ্রদ্ধার এক অনন্য আবহ, যেখানে প্রতিফলিত হয় একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রতি গভীর ভালোবাসা ও সম্মান।
বিদায়বেলার বিনম্র ফুল
