তুহিনা প্রকাশনী এবার কলেজস্ট্রিট এ

Inshot 20250715 212928169

তাপস রায়,কলকাতা, ১০ জুলাই :সাহিত্যপ্রেমীদের মিলনমেলা হয়ে উঠল তুহিনা প্রকাশনীর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান। পবিত্র গুরুপূর্ণিমার পুণ্যপ্রভাতে, কলকাতার ১৬, নবীন কুণ্ডু লেন-এ অবস্থিত নতুন কার্যালয়ে আজ সকালে এক উজ্জ্বল ও হৃদয়গ্রাহী আয়োজনে সম্পন্ন হল তুহিনা প্রকাশনীর নতুন পথচলার সূচনা।

সকাল ১০টায় মাঙ্গলিক ক্রিয়াকর্ম ও পূজার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আমন্ত্রিত লেখক, কবি, পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এক ঘরোয়া অথচ মনোগ্রাহী পরিবেশে সম্পন্ন হয় শুভ উদ্বোধন। দিনভর চলতে থাকা অনুষ্ঠানে সাহিত্য ও প্রকাশনার ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনাও উঠে আসে।

তুহিনা প্রকাশনীর কর্ণধার হিমাংশু মাইতি তাঁর বক্তব্যে বলেন, “এই নতুন অধ্যায় আমাদের জন্য যেমন গর্বের, তেমনই দায়িত্বেরও। পাঠকদের ভালোবাসা ও লেখকদের নিরন্তর সহযোগিতাই আমাদের এগিয়ে চলার মূল প্রেরণা।” তিনি আরও জানান, নতুন এই ঠিকানাকে শুধু প্রকাশনার কেন্দ্র নয়, বরং একটি ‘সাহিত্যিক মিলনকেন্দ্র’ হিসেবেই গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু খ্যাতনামা লেখক, তরুণ কবি, সাহিত্য অনুরাগী ও স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষজন। সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনে ছিল আড্ডা, আলাপচারিতা ও ভবিষ্যৎ পরিকল্পনার ভাগাভাগি।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ছিল একটি ছোটো মিষ্টিমুখ ও স্মারক উপহার। সবার মুখেই ছিল একটাই কথা—তুহিনা প্রকাশনীর এই নতুন যাত্রা হোক দীর্ঘ, সমৃদ্ধ ও সাফল্যময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *