চেনা উত্তমের অজানা কথায় ‘ রকমারি ‘

Inshot 20250801 233704913


৪৬ বছর পরেও উত্তমকুমার যেন এখনকার নায়কদের চেয়েও বেশি জীবন্ত। সদ্য প্রকাশিত রকমারি পত্রিকার উদ্বোধনী সংখ্যা ‘মহানায়ক’ ঘিরে উত্তেজনার কমতি নেই। ৩১ জুলাই ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রণবানন্দ কর্মশিক্ষা হলে জমজমাট অনুষ্ঠানে এই বিশেষ সংখ্যার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। ইভেন্ট ম্যানিয়াক-এর আয়োজনে এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন শিল্প, সাহিত্য, সংগীত ও অভিনয় জগতের একাধিক তারকা। অভিনেত্রী মাধবী মুখার্জি থেকে শুরু করে চিত্রপরিচালক দিগ্বিজয় চৌধুরী, কবি দেবযানী বসু কুমার থেকে গিটারিস্ট পন্ডিত স্বপন সেন—সবাই মিলেই স্মরণ করলেন মহানায়কের অজানা গল্পগুলো। কারও মনে আছে শ্যুটিং সেটে উত্তমকুমারের ধৈর্যের কথা, কেউ বা বললেন তাঁর মজার দিক। পত্রিকার আকর্ষণ উত্তমকুমারের প্রিয় সিনেমাগুলোর তালিকা এবং আজকের অভিনেতা-অভিনেত্রীরা জানিয়েছেন, স্বপ্নে যদি উত্তমকুমারের সঙ্গে অভিনয়ের সুযোগ হতো, তাহলে তাঁরা কোন চরিত্র বেছে নিতেন। পত্রিকার শেষ পাতায় রইল এক ঝলক মহানায়কের চলচ্চিত্রপঞ্জি, যা দেখে মনে হবে তিনি আমাদের মাঝেই আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *