বহু মুখে প্রশংসিত সবুজ সংঘের বহুরূপী কালী !

Inshot 20251022 012406535

তাপস রায়,কলকাতা:বাঙালীর বারো মাসের তেরো পার্বণ। শুধু কি বাঙ্গালীদের আনন্দ দেয়।না তা বোধ নয়।কিছু কিছু পার্বণ আছে তাতে দেখা যায় সর্ব ধর্মের একটি মিলনের ছবি শুধু ধর্মই নয় সেখানে মিলতে দেখা যদি ধনী,গরীব,সব রকম অর্থনৈতিক অবস্থার সকল মানুষ কে । তেমনই এক মিলন উৎসবের ছবি উঠে আসে এক কালীপূজা কে কেন্দ্র করে।যা ইতিমধ্যে উনিশ বছর ছুঁয়ে ২০২৬এ কুড়ি ছোঁয়ার অপেক্ষায় রয়েছে।সবুজ সংঘ নামের এই ক্লাবটি নিজেদের সাধ ও সাধ্যের দ্বন্দ্বে ফি বছর সরসুনা অঞ্চলে বকুলতলার কাছে নতুন নতুনআঙ্গিকে কালীপুজো র আয়োজন করেন তাদের সকলের সম্মিলিত অর্থ দিয়ে।স্বল্প পরিসরে ঐ পুজোর আয়োজন বা তাদের শিল্প সৃষ্টির ভাবনা বেশ কয়েক বছর বিভিন্ন পূজা সম্মান কমিটি গুলির কাছে থেকে সম্মান ও স্বীকৃতি আদায় করে।বলা যেতে পারে যে সবুজ সংঘের ভিন্ন বয়েসের জড়ো হওয়া সদস্য দের একরাশ সবুজমন দিয়ে গড়ে ওঠা এবারের থিম ‘বহু রূপী মা কালী ‘ সৃষ্টি ভাবনার কথা যে বহু মুখে প্রশংসা কুড়োবে সে ব্যাপারে অনেকেই নিশ্চিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *