তাপস রায়,হাওড়া:বাংলা গানের আকাশে এক অনন্য সন্ধ্যা উপহার দিলেন দুই শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় ও ঝুমকি সেন। হাওড়ার শরৎ সদনে মিউজিক ফিভার আয়োজিত সঙ্গীতানুষ্ঠান “আমার গানেই পাবে আমায়”-এ আধুনিক ও স্বর্ণযুগের গানের মেলবন্ধনে সুরের জাদু ছড়ালেন তাঁরা। শ্রোতাদের মন জয় করলেন সঞ্জয় চট্টোপাধ্যায় তাঁর নিজস্ব কথা ও সুরে তৈরি একাধিক গানে—“দিনে দিন যায় চলে, রাতে রাত কেটে যায়”, “আমার হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে”, “আমার গানেই পাবে আমায়”, “শতক্ষত আড়াল করে আর কত হাসবি রে বল”, “জ্বলন্ত চিতা দেখ জ্বলছে সীতা” এবং “আজ যদি ফিরে ফিরে চাই”—প্রতিটি গানে ফুটে উঠল আধুনিকতার আবহে আবেগের গভীর স্পর্শ। অন্যদিকে ঝুমকি সেন স্মৃতির পাতায় ফিরিয়ে নিলেন বাংলা গানের স্বর্ণযুগকে। তাঁর কণ্ঠে ‘ওঠো ওঠো সূর্যাই রে’, ‘তখন তোমার একুশ বছর’, ‘কে বাজায় বাঁশিতে’, ‘এমন মধুর সন্ধ্যা’, ‘বলো বলো’, ‘রূপসী বলো না বেশি’ এবং ‘আজ তবে এইটুকু থাক’—এই গানগুলি যেন নতুন প্রাণ পেল শ্রোতাদের হৃদয়ে। নৃত্যায়নের পরিবেশিত নৃত্য এই সন্ধ্যাকে আরও রঙিন করে তুলেছিল। আবির সেনগুপ্তর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি পেয়েছিল এক অন্য মাত্রা, যেখানে সুর, তাল ও লয়ের মেলবন্ধনে ভরে উঠেছিল শরৎ সদনের প্রাঙ্গণ।
সুরের সেতুবন্ধনে সঞ্জয় ও ঝুমকি
