তাপস রায়, আজটকস :একটা অনুভব যে কতগুলো মানুষ কে নিয়ে একটা পরিবার গড়ে তুলতে পারে। তা বোধহয় টি ডি চ্যারিটেবেল এর সঙ্গ না নিলে হয়তো সেটুকু বুঝে ওঠা সম্ভব হত না।সুন্দরবনের অন্তর্গত সামসের নগরে জিরো পয়েন্ট অঞ্চলে ছোট ছেলে মেয়েদের জন্য নতুন কাপড় বিতরণের উদ্দেশ্যে একদল মানুষ কে দেখে।একদম কাকভোরে টি ডি চ্যারিটেবেল এর সভাপতি স্বরূপ দাস,সম্পাদক বাপি মন্ডল এর উদ্যোগে দেখা গেলো এক মানবিক প্রয়াস।যাকে আরো সার্থক রূপ দিতে সেদিন ঐ আনন্দ দানের অনুষ্ঠানে অংশ নেন সুমন মন্ডল,মহুয়া দাস,প্রিয়াঙ্কা সাহা ,ঋতিকা সাহা,বিকাশ সাহ,শ্রায়া পোদ্দার,স্বরূপ দাস,ইন্দ্রজিৎ মন্ডল,সঞ্জয় দাস,নীলাদ্রি কর্মকার,পূজা কর্মকার,বিশ্বজিৎ রায়,রুম্পা রায়,অনিকেত সরকার উজ্জ্বলের মতো ভালো মনের মানুষজনেরা।
টি ডি মানেই ভরসা
