InShot 20251221

জন ‘রব ‘- এ নলেজ সিটি একটুকরো শান্তিনিকেতন

তাপস রায়, আজটকস :কখনও সোনাঝুরি মঞ্চ তো কখনও বকুলবীথি মঞ্চ। তাও আবার কলকাতার একেবারে কাছে । ছবির মত উঠে আসবে নাচ, গান,আবৃত্তি ,শ্রুতি নাটকের উপস্থাপনায়। শুধু তাই নয় প্লাস্টিক বিহীন সুবুজ সাংস্কৃতিক স্বপ্ন কে সফল করার উদ্যোগী পুরুষ জনাব আব্দুর রবের উদ্যোগের কিছু বাস্তব ছবি । একইসঙ্গে তারই অনুভবে ঝাঁকে ঝাঁকে সাংস্কৃতিক প্রিয় মানুষ পাবেন প্রতিবারের মতন তাদের বিশ্বকবির শান্তিনিকেতন কে একেবারে নাগালের মধ্যে।এক কথায় বলা যেতে পারে জনাব রবের আন্তরিক উদ্যোগে বর্ণপরিচয় থেকে অগ্নিবীণা মঞ্চ সহ অন্যান্য মঞ্চগুলো সম্পূর্ণ সাজে সজ্জিত হয়ে উঠলেই যেন জনতার রবেই যেন আলোকিত হয়ে উঠবে এক টুকরো শান্তিনিকেতন।

শনিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নলেজ সিটি কর্তৃপক্ষ জানাল, বছরের শুরুতেই আবারও পৌষের আনন্দে মুখর হতে চলেছে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন নলেজ সিটি। আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত শান্তিনিকেতনের আবহে, সবুজ প্রকৃতির আলিঙ্গনে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী পৌষ মেলা ২০২৬। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে নৃত্য, সঙ্গীত, কবিতা, নাটক, ভাষ্যপাঠসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় রঙিন হয়ে উঠবে নলেজ সিটি প্রাঙ্গণ। এ বছর ২৩৫টিরও বেশি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এই মেলা হয়ে উঠবে আরও সমৃদ্ধ ও বহুমাত্রিক। অসংখ্য কবি, শিল্পী ও সাহিত্যিকের সৃজনশীল উপস্থিতিতে প্রতিদিন ছড়িয়ে পড়বে প্রতিভার আলো, আর পৌষের এই মিলনমেলা হয়ে উঠবে শিল্প ও সংস্কৃতির এক অনন্য উদ্‌যাপন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *