তাপস রায়, আজটকস:খিদিরপুর উৎসব কমিটি বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও তাদের ১৭তম উৎসবের আয়োজন করতে চলেছে। ২০২৬ সালের নববর্ষ উপলক্ষে আগামী ১৬ জুন থেকে শুরু হতে চলা এই উৎসবের প্রথম দুই দিন অর্থাৎ ১৬ ও ১৭ জুন খিদিরপুরের নবাব আলি পার্কে অনুষ্ঠিত হবে কিক বক্সিং, প্রো বক্সিং ও অ্যামেচার বক্সিং, ক্যারাটে, জুডো, এমএমএ, মৈথাই ও গ্রাপলিংয়ের মতো একাধিক আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা। বাংলা সহ বিভিন্ন রাজ্যের পেশাদার ও অপেশাদার খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেবেন এবং সারাদিন ধরে বিভিন্ন ক্যাটাগরিতে খেলা চলবে। অন্যদিকে আগামী ১৮ জানুয়ারি ২০২৪ হরিসভা স্ট্রিটে হনুমান মন্দির সংলগ্ন এলাকায় আয়োজন করা হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও একাধিক সামাজিক কর্মসূচি, যার মধ্যে রয়েছে বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, ট্রাইসাইকেল বিতরণ, ভ্যান রিকশা প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির। ওই দিনই অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সমাপ্তি ঘটবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। তিনদিনব্যাপী এই বৃহৎ ক্রীড়া ও সামাজিক উৎসবের নেপথ্যে যাঁদের নিরলস প্রচেষ্টা ও সক্রিয় ভূমিকা রয়েছে, তাঁরা হলেন কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার শ, মকসুদ খান, শান্তনু সেন ও রিজওয়ান আহমেদ। খিদিরপুর উৎসব কমিটির পক্ষ থেকে সকল গণমাধ্যমকর্মীদের কাছে এই উৎসবের খবর সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে ইচ্ছুক প্রতিযোগী ও অংশগ্রহণকারীদের উপস্থিতি সুনিশ্চিত হয়।এই উপলক্ষ্যে গত২৪ শে ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে সংগঠনের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাতে উপস্থিত থাকেন স্থানীয় পৌর প্রতিনিধি শামীমা রেহান খান,রাজেশ কুমার সাউ,বিশ্বজিৎ লালা,মাকসুদ খান,আব্দুল রহিম সহ কমিটির অন্যান্য সদস্যরা।২০০৯সালের আয়োজিত একটি মেলা যেন ধীরে ধীরে একটি মেলায় পরিবর্তিত হওয়ার বেশ কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন এদিনের বক্তারা।সবমিলিয়ে বলা যেতে পারে ২০০৯সালে ২০০ জনের রক্তদানের সূচনা উৎসব টি আগামী ২০২৬সালে ২০২৬জন রক্তদাতা রক্তদানের মাধ্যমে এই কমিটি এক নজির গড়তে চলেছে আগামী যা হতে পারে সাধারণের কাছে এক বিশেষ প্রেরণা।

Posted inCitylights Sports Spotlight YourVoice