আজ টকস, কলকাতা: আদিত্য বিড়লা গ্রুপের জুয়েলারি ব্র্যান্ড ইন্দ্রিয়া পশ্চিমবঙ্গে তাদের যাত্রা শুরু করল কলকাতার রঘুনাথপুর–ভিআইপি রোডে নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মাধ্যমে। ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মিশেলে গড়া শহর কলকাতা দীর্ঘদিন ধরে শিল্প, সাহিত্য, সংগীত ও কারিগরির প্রতি শ্রদ্ধার জন্য সুপরিচিত। সেই ভাবনাকেই কেন্দ্র করে ব্র্যান্ডটি শহরে নিয়ে এসেছে নিখুঁত কারিগরি ও সাম্প্রতিক ডিজাইনের সমন্বয়ে তৈরি বিস্তৃত জুয়েলারি সংগ্রহ।
নব উদ্বোধিত স্টোরটি ক্রেতাদের জন্য বিশেষ অভিজ্ঞতা তৈরির উদ্দেশ্যে সাজানো হয়েছে। রয়েছে কারিগরি কক্ষ, যেখানে আগতরা কাছ থেকে দেখতে পারবেন শিল্পীদের কাজের সূক্ষ্মতা। পাশাপাশি রয়েছে একান্ত ব্রাইডাল লাউঞ্জ, যেখানে নববধূ ও তাঁদের পরিবার আরামদায়ক পরিবেশে পছন্দ করতে পারবেন তাঁদের বিশেষ দিনের জন্য উপযুক্ত গয়না। স্টোরটিতে পাওয়া যাচ্ছে ২৮ হাজারেরও বেশি নকশার নির্বাচিত জুয়েলারি, যেখানে বাঙালির চিরাচরিত সোনার শিল্পকলার সঙ্গে মিলেছে আধুনিক প্রবণতা।
কলকাতা স্টোর চালুর পর দেশে ইন্দ্রিয়ার মোট স্টোর সংখ্যা দাঁড়াল ৪০। দিল্লিতে ছয়টি, মুম্বাই ও হায়দরাবাদে চারটি করে, পুনেতে তিনটি, আর আহমেদাবাদ, জয়পুর, পাটনা ও বেঙ্গালুরুতে দুটি করে স্টোর রয়েছে। এছাড়া ইন্দোর, যোধপুর, সুরাট, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, লখনউ, প্রয়াগরাজ, কানপুর, আগ্রা, গয়া, জম্মু, ছত্রপতি সম্ভাজিনগর, চণ্ডীগড়, ম্যাঙ্গালোর এবং এখন কলকাতায় একটি করে স্টোরের মাধ্যমে দেশজুড়ে দ্রুত বিস্তৃত হচ্ছে ব্র্যান্ডটির উপস্থিতি।
ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি উদ্বোধনের দিনে জানান, কলকাতার শিল্পবোধ, শ্রদ্ধেয় কারিগরি ঐতিহ্য এবং জীবন উদযাপনের স্বভাব ইন্দ্রিয়ার দর্শনের সঙ্গে একেবারে মিলে যায়। তাঁর কথায়, কলকাতার প্রতিটি বধূ এবং তাঁদের পরিবারের জন্য ইন্দ্রিয়া হয়ে উঠতে চায় সেই প্রথম ঠিকানা, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি চিরকালীন গয়নার উত্তরাধিকার রচনা হবে।
২০২৪ সালের জুলাইয়ে যাত্রা শুরু করা ইন্দ্রিয়া ভারতের গয়না বাজারে এক নতুন নান্দনিক অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। হীরকখচিত অলঙ্কার, মূল্যবান রত্ন এবং কারুকার্যপূর্ণ সোনার সংগ্রহ নিয়ে ব্র্যান্ডটি শুধু জুয়েলারির দোকান নয়, বরং জীবনের বিশেষ মুহূর্ত উদযাপনের এক পরিপূর্ণ গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করছে।
