হাওড়া কাঁপবে ফুটবল জ্বরে!

হাওড়া কাঁপবে ফুটবল জ্বরে!

আজ টকস, ৬ ডিসেম্বর: হাওড়া হুগলি স্পোর্টস অ্যাসোসিয়েশন (HHSA)-এর উদ্যোগে আয়োজিত “হাওড়া হুগলি ওয়ারিয়র্স” দলের প্রেস মিটে সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জানানো হল যে এই সংস্থা এবার “বেঙ্গল সুপার লিগ”-এ অংশ নিতে চলেছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) এবং শ্রাচি স্পোর্টস এনডেইভর প্রাইভেট লিমিটেড যৌথভাবে জেলা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা “বেঙ্গল সুপার লিগ (BSL)” আয়োজন করছে। মোট আটটি জেলা/দল লিগে অংশ নিচ্ছে—হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি, কোপা টাইগার্স বীরভূম, সুন্দরবন বেঙ্গল অটো এফসি, জেএইচআর রয়্যাল সিটি এফসি মালদা-মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, বর্ধমান ব্লাস্টার্স, নর্থ ২৪ পরগনা এফসি এবং এফসি মেদিনীপুর।

হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এফসি—যা নবগঠিত “হাওড়া হুগলি স্পোর্টস অ্যাসোসিয়েশন”-এর মালিকানাধীন—লিগে অংশ নেওয়ায় জেলার ক্রীড়া প্রেক্ষাপট আরও উজ্জ্বল হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করেন। ১৯৬১ সালের পশ্চিমবঙ্গ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত এই সংস্থার কার্যালয় হাওড়ার কলা বাগান লেনে অবস্থিত।

সংস্থাটির বর্তমানে ১১ জন সদস্য আছেন। উদ্যোগটি নেওয়া হয়েছে শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যিনি সংস্থার সভাপতি। সাধারণ সম্পাদক নিখিল শাহ। চারজন সহ-সভাপতি—প্রবীর কুমার ঘোষাল, সুব্রত মুখার্জি, অনির্বাণ আদিত্য এবং ধীরজ কুমার ঝা। দুই যৌথ সম্পাদক আশিস মুখার্জি ও অনুপম বন্দ্যোপাধ্যায়; কোষাধ্যক্ষ সুরেন্দ্র আগরওয়াল ও যুগ্ম-কোষাধ্যক্ষ শরদ আগরওয়াল। সদস্য হিসেবে রয়েছেন সৌম্যরূপ গাঙ্গুলি।

দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে, যা দলের হোম গ্রাউন্ড। লিগ শুরু হবে ১৪ই ডিসেম্বর এবং চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত।

দলের কোচিং প্যানেলও এবার যথেষ্ট অভিজ্ঞ। হেড কোচ হিসেবে আছেন ব্রাজিলের জোস মার্সিও রামিয়ের্জ ব্যারেটো। সহকারী কোচ দু’জন—সুমন দত্ত ও সঞ্জয় পালান্দার। গোলকিপার কোচ সঙ্গরাম মুখার্জি, টিম ম্যানেজার দীপ দে, ফিজিও সাগর সরদার, এস অ্যান্ড সি কোচ কৌশিক ফুকান চাংকাকাতি, মিডিয়া ম্যানেজার অর্কদীপ ঘোষ, অপারেশনস ম্যানেজার সুমন মাইতি এবং কিট ম্যানেজার ঋজু কোলে।

বর্তমানে দলে ২৫ জন ফুটবলার আছেন—এক বিদেশি খেলোয়াড় ব্রাজিলের পাওলো সিজার, আন্তঃরাজ্য স্তরের তিনজন এবং জেলার ২১ জন খেলোয়াড়, যাদের মধ্যে চারজন আন্ডার-১৯। আরও দুই বিদেশি খেলোয়াড় নেওয়ার বিষয়ে কোচিং প্যানেলের বিবেচনা চলছে এবং শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই লিগের মাধ্যমে যুবসমাজের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোই প্রধান লক্ষ্য। পশ্চিমবঙ্গের অজানা প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি বহু খেলোয়াড়ের জন্য এটি একটি সঠিক মঞ্চ তৈরি করবে। খেলোয়াড়দের সুরক্ষা, সুস্থতা ও উন্নতির প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। দলের সদস্যরা লিগ জয়ের লক্ষ্যে প্রস্তুত এবং হাওড়া-হুগলি জেলার মর্যাদা আরও উচ্চতর করতে বদ্ধপরিকর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *