তাপস রায়,কলকাতা, ১২ জানুয়ারি ২০২৬: আর মাত্র দশ দিনের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি বিকেল ৪টেয় দ্য পার্ক সংলগ্ন বইমেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে ও ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলায় অংশগ্রহণ করছেন এক হাজারেরও বেশি প্রকাশক ও প্রতিষ্ঠান, সরাসরি ও যৌথভাবে প্রায় ২০টি দেশ। সিনিয়র সিটিজেন দিবস ‘চিরতরুণ’ পালিত হবে ৩০ জানুয়ারি এবং শিশু দিবস ১ ফেব্রুয়ারি। নয়টি তোরণের মধ্যে দুটি আর্জেন্টিনার স্থাপত্যশৈলীতে নির্মিত, প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায় ও প্রতুল মুখোপাধ্যায়ের নামে রয়েছে দুটি তোরণ, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি তোরণ, কবি রাহুল পুরকায়স্থর নামে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এবং শিল্পী ময়ুখ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে শিশু মণ্ডপ। ২৬ ও ২৭ জানুয়ারি যথাক্রমে ভূপেন হাজারিকা ও সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপিত হবে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে। এবছর মেট্রোর মাধ্যমে হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে সরাসরি বইমেলা প্রাঙ্গণে পৌঁছোনো যাবে, বাড়তি মেট্রো পরিষেবা ও রাত প্রায় ১০টা পর্যন্ত চলাচলের ব্যবস্থাও থাকছে, সঙ্গে মেট্রোর বিশেষ বুথে UPI-র মাধ্যমে টিকিট কাটার সুবিধা। বইমেলার অ্যাপ ও কিউ আর কোডের মাধ্যমে ডিজিটাল ম্যাপ, অংশগ্রহণকারীদের তালিকা এবং স্টল খোঁজার সুবিধা মিলবে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে ভার্চুয়াল সম্প্রচারও থাকবে। হেলথ পার্টনার পিয়ারলেস হসপিটাল, এক্সক্লুসিভ ব্রডব্যান্ড পার্টনার মেঘবেলা ব্রডব্যান্ড। প্রতিদিনের লটারিতে থাকছে ‘বই কিনুন, লাইব্রেরি জিতুন’ উদ্যোগ। ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, যার পরিকল্পনা তুলে ধরবেন কিউরেটর মালবিকা ব্যানার্জী।

Posted inCitylights Lifestyle Spotlight YourVoice
