InShot 20260116

জে.কে. জে .জুয়েলার্স এর’ জয়পুরের গহনা ‘সানদুক ‘ করবে বাংলা জয়!

তাপস রায়,কলকাতা: রাজস্থানের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী গয়না সংস্থা জে কে জে জুয়েলার্স কলকাতায় উন্মোচন করল তাদের এক্সক্লুসিভ প্রদর্শনী ‘সানদুক’। তাজ বেঙ্গল, কলকাতায় আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে জয়পুরের রাজকীয় গয়না ঐতিহ্যের অনন্য নিদর্শন তুলে ধরা হয়েছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।১৮৬৮ সাল থেকে নিখুঁত কারুকার্যের উত্তরাধিকার বহনকারী জে কে জে জুয়েলার্স সত্যনারায়ণ মোসুন গ্রুপের অধীনে টানা আট প্রজন্ম ধরে পোলকি ও হেরিটেজ জুয়েলারির ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। ‘সানদুক’-এ প্রদর্শিত প্রতিটি গয়নাই শতভাগ ইন-হাউস নির্মিত এবং একবারই তৈরি করা হয়েছে, যা প্রতিটি নকশাকে করে তুলেছে সম্পূর্ণ স্বকীয় ও উত্তরাধিকারমূল্যসম্পন্ন।এই উপলক্ষে সংস্থার কর্ণধার শ্রী যতীন মোসুন বলেন, কলকাতার মানুষের সূক্ষ্ম শিল্পবোধ ও কারুশিল্পের প্রতি অনুরাগ আমাদের বরাবরই অনুপ্রাণিত করেছে। ‘সানদুক’-এর মাধ্যমে আমরা জয়পুরের রাজকীয় শিল্পকলা সরাসরি কলকাতার রসিক মহলের সামনে তুলে ধরতে চেয়েছি।অন্য কর্ণধার শ্রী রাহুল মোসুন জানান, জয়পুরের গয়না কেবল অলঙ্কার নয়, প্রতিটি নকশার সঙ্গে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও ধৈর্যের গল্প। ‘সানদুক’ সেই ঐতিহ্যকেই নতুন করে জীবন্ত করে তুলছে।গ্রাহক আস্থার প্রসঙ্গে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শ্রী অনুরাগ রাই বলেন, শতভাগ বাইব্যাক গ্যারান্টি গ্রাহকদের প্রতি আমাদের আজীবন প্রতিশ্রুতি। প্রদর্শনী উপলক্ষে বিশেষ অফারের মাধ্যমে প্রতিটি কেনাকাটায় সোনা ও রুপোর কয়েন জেতার সুযোগ থাকছে।জয়পুরে চারটি শোরুম ও কলকাতার বড়বাজারে হেড অফিসের মাধ্যমে পূর্ব ভারতের সঙ্গে জে কে জে জুয়েলার্স-এর সম্পর্ক ক্রমশ আরও দৃঢ় হচ্ছে। প্রদর্শনীর প্রথম দিনেই কলকাতার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে, যা ‘সানদুক’-কে একটি প্রিমিয়াম হেরিটেজ জুয়েলারি অভিজ্ঞতা হিসেবে সফলভাবে প্রতিষ্ঠিত করেছে।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *