তাপস রায়: বাঘাযতীন বালিকা বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) বর্তমানে প্রায় ৬০০ জন ছাত্রী নিয়ে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

বছরভর তাদের নানাবিধ উদ্ভাবনী উদ্যোগের মতই এবার সরস্বতী পুজো উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গণেই দেওয়াল চিত্রের মাধ্যমে গড়ে উঠেছে এক নান্দনিক পরিবেশ।
এই উদ্যোগে প্রধান শিক্ষিকা শম্পা ভট্টাচার্যের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর তত্ত্বাবধানেই স্কুলের দেওয়ালগুলো হয়ে উঠেছে শিক্ষার বার্তা, সংস্কৃতি ও সৃজনশীলতার ক্যানভাস, যা পার্শ্ববর্তী ও স্থানীয় মানুষের মধ্যে এই স্কুল সম্পর্কে নতুন আগ্রহ ও পরিচিতি তৈরি করেছে।

প্রধান শিক্ষিকা শম্পা ভট্টাচার্য মনে করেন, পড়াশোনার পাশাপাশি নান্দনিক চর্চা ও খেলাধুলার সমন্বয়ই শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের পথ।

সেই লক্ষ্যেই তিনি স্কুলের ছাত্রীদের সব দিক দিয়ে সামনে এগিয়ে রাখতে সচেষ্ট, যাতে তারা জ্ঞান, শিল্প ও ক্রীড়ার মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের যোগ্য করে তুলতে পারে।

