রেডিও অবদানের জন্য এম.পি. বিড়লা পুরস্কার পাচ্ছেন প্রফেসর যশবন্ত গুপ্ত
তাপস রায়,কলকাতা, ২ ডিসেম্বর : রেডিও অ্যাস্ট্রোনমিতে অসামান্য গবেষণা ও দীর্ঘদিনের নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের দ্বিবার্ষিক এম.পি. বিড়লা স্মারক পুরস্কার পাচ্ছেন ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ পুণের ডিস্টিংগুইশড প্রফেসর ও সেন্টার ডিরেক্টর প্রফেসর যশবন্ত গুপ্ত। এম.পি. বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কর্তৃপক্ষ জানায়, অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্সে তাঁর গবেষণা নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং রেডিও অ্যাস্ট্রোনমিতে তাঁর নেতৃত্ব দেশের বৈজ্ঞানিক চর্চাকে সমৃদ্ধ করেছে। পুরস্কার নির্বাচনী কমিটি তাঁর উদ্ভাবনী কাজ ও গবেষণাকেন্দ্রের উন্নয়নে নিবেদনকে গভীরভাবে প্রশংসা করেছে। এম.পি. বিড়লা ইনস্টিটিউটের সম্মানীয় সচিব এস.কে. দাগা বলেন, মহাবিশ্ব সম্পর্কে মানবজ্ঞান বিস্তারে প্রফেসর গুপ্তর ভূমিকা পুরস্কারের চেতনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, আর এম.পি. বিড়লা প্ল্যানেটোরিয়ামের কিউরেটর এ. দত্ত জানান যে তাঁর গবেষণা ভবিষ্যতের বৈজ্ঞানিক অনুসন্ধানের পথ দেখাবে। সম্মান প্রাপ্তির জন্য প্রফেসর গুপ্ত কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামী ৫ ডিসেম্বর কলকাতার এম.পি. বিড়লা প্ল্যানেটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হবে, যার বিস্তারিত তথ্য প্ল্যানেটোরিয়ামের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।
