চিকিৎসার পথে নতুন  ভোর দেখালো অ্যাপোলো

চিকিৎসার পথে নতুন ভোর দেখালো অ্যাপোলো

আজটকস:অ্যাপোলো হসপিটালস চেন্নাই কলকাতায় প্রেস মিট করে পূর্ব ভারতে উন্নত টারশিয়ারি ও কোয়াটার্নারি কেয়ারের প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ তুলে ধরে। প্রতিষ্ঠানটি জানায় যে রোবোটিকস, অনকোলজি, অর্গান ট্রান্সপ্লান্টেশন ও অ্যাডভান্সড কার্ডিয়াক কেয়ারে চেন্নাই এখন দেশের অন্যতম শীর্ষ কেন্দ্র, যেখানে প্রতি বছর পূর্ব ভারতের বহু জটিল রোগীর চিকিৎসা করা হয়। ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর অ্যাপোলো ২০০ মিলিয়নের বেশি রোগীর সেবা দিয়েছে এবং চার দশক ধরে আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ দক্ষতার মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থায় মানদণ্ড স্থাপন করেছে। রোবোটিক সার্জারিতে ২২ হাজারের বেশি প্রক্রিয়া সম্পন্ন করা, শক্তিশালী ক্যান্সার কেয়ার এবং ৫,০০০ লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করার মতো অর্জন তুলে ধরেন কর্মকর্তারা। ড. ইলঙ্কুমারন কালিয়ামূর্তি জানান, পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর ১৫ হাজারের বেশি রোগী চেন্নাইয়ে চিকিৎসার জন্য যান এবং লক্ষ্য হলো আঞ্চলিক পার্টনারশিপের মাধ্যমে এই উন্নত পরিষেবা আরও সহজলভ্য করা। অ্যাপোলো প্রো-হেলথ প্রোগ্রামের মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার গুরুত্বও তুলে ধরা হয় এবং প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের প্রতি দীর্ঘমেয়াদি ক্লিনিক্যাল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *