এটিটিএন, কলকাতা: লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ডের উদ্যোগে ‘লায়নাথন ২.০’ ৭ ডিসেম্বর কলকাতায় সফলভাবে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ১,৫০০ অংশগ্রহণকারী শৈশব ক্যান্সারে আক্রান্ত শিশুদের প্রতি সচেতনতা ও সমর্থন প্রদর্শনে একত্রিত হন। দেশপ্রিয় পার্ক থেকে শুরু হয়ে সাউদার্ন এভিনিউ, গড়িয়াহাট ও শরৎ বোস রোড পেরিয়ে লায়ন্স চিল্ড্রেন কর্নারে পৌঁছায় এই ওয়াকাথন, যেখানে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে প্রাথমিক ক্যান্সার শনাক্তকরণ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আন্তর্জাতিক প্রেসিডেন্ট লায়ন এ.পি. সিং একে অন্তর্ভুক্তি ও সম্মিলিত মানবিকতার প্রতীক বলে উল্লেখ করেন এবং জানান যে এই উদ্যোগ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার তহবিল সংগ্রহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ডের প্রেসিডেন্ট লায়ন অজিত বেদ বলেন যে Kolkata আজ প্রমাণ করল শিশুদের সুরক্ষার প্রশ্নে শহর একদম একসাথে দাঁড়ায়। চেয়ারপার্সন লায়ন নীতু বেদ জানান, এই উদ্যোগের মাধ্যমে ১,০০০ অসহায় শিশুকে বিনামূল্যে সার্ভিক্যাল ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি অটুট থাকবে। সেক্রেটারি লায়ন সুশীল সোনি এই হাঁটাকে আশা ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করেন। উদ্দীপনা ও আবেগে ভরা এই আয়োজনের শেষে অংশগ্রহণকারীরা ঘোষণা করেন যে কোনো শিশুকে ক্যান্সারের বিরুদ্ধে একা লড়াই করতে হবে না, আর এই বার্তাই লায়নাথন ২.০-কে সাধারণ ইভেন্টের সীমা ছাড়িয়ে এক মানবিক আন্দোলনে পরিণত করেছে।

Posted inCitylights
