আজ টকস, কলকাতা: শীতের কলকাতার আবেশে যখন গোটা পার্ক স্ট্রিট ক্রিস্টমাস ও আসন্ন নিউ ইয়ার উদ্যাপনের আলো, সাজ ও ভিড়ে উৎসবমুখর হয়ে উঠেছে, ঠিক তার অনতিদূরেই এক মননশীল সাহিত্য সন্ধ্যার সাক্ষী থাকল এই শহর। ২৭ শে ডিসেম্বর ইন্টারকালচারাল পোয়েট্রি অ্যান্ড পারফরম্যান্স লাইব্রেরির উদ্যোগে আইসিসিআর লাইব্রেরিতে হয়ে গেল বিশিষ্ট অনুবাদক, কবি ও ছোটগল্পকার অমিতা রায়ের নতুন গল্পগ্রন্থ Twilight Raga and Other Stories-এর আনুষ্ঠানিক প্রকাশ।

এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম দে। প্রকাশনার দায়িত্বে থাকা হাওয়াযান পাবলিশ-এর সর্বজিৎ সরকার ও মৃদুলা সরকার। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এই বই নিয়ে এক বিশেষ আলোচনা সভা। যেখানে বক্তব্য রাখেন ঊর্ণা বসু, অজন্তা পাল, ও মৈনাক চক্রবর্তী। আলোচনাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুতনুকা ঘোষ রায়। পাশাপাশি বই এর বিশেষ কিছু অংশ পাঠ করেন স্বয়ং লেখিকা অমিতা রায়, গোপাল লাহিড়ি ও গোপা ভট্টাচার্য। Twilight Raga অবলম্বনে সংগীত পরিবেশন করেন অহনা ঘোষাল।

অমিতা রায় বাংলা সাহিত্যকে ইংরেজি ভাষায় আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ইংরেজির অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক অমিতা রায় একাধারে অনুবাদক, ছোটগল্পকার ও কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত। তাঁর অনুবাদে বাংলা সাহিত্যের বহু প্রখ্যাত লেখকের রচনা ইংরেজিতে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন উল্লেখযোগ্য সংকলনে স্থান করে নিয়েছে । Twilight Raga and Other Stories তাঁর দ্বিতীয় ছোটগল্প সংকলন। এর পাশাপাশি তাঁর একটি কবিতার বইও প্রকাশ হয়েছে। সব মিলিয়ে আটটি গ্রন্থ তাঁর কৃতিত্বের তালিকায় যুক্ত হয়েছে এবং এই তালিকায় তাঁর নবম গ্রন্থ হিসেবে খুব তাড়াতাড়ি যুক্ত হতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ রজনী ‘ উপন্যাসের ইংরেজি অনুবাদ।

তাঁর অনুবাদ-সাধনার স্বীকৃতির তালিকাও বেশ লম্বা। অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল এবং বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ রচিত দ্বীপান্তরের কথা র ইংরেজি অনুবাদ যথাক্রমে ২০২২ ও ২০২৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কারের ইংরেজি অনুবাদ বিভাগে মনোনীত হয়। এছাড়া তাঁর লেখা ইংরেজি ‘ক্ষীরের পুতুল’ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে।

বছরের শেষ সপ্তাহের এই অনুষ্ঠান কেবল বই প্রকাশেই সীমাবদ্ধ ছিল না; এদিনের মঞ্চে উঠে আসে সাহিত্য ও উপস্থাপনার এক সমৃদ্ধ মেলবন্ধন। কবিতা পাঠ পর্বে অংশ নেন মৃত্তিকা দাস, অরিত্রিক দত্ত চৌধুরী, প্রিয়াঙ্কা অধিকারী, রুনা শ্রীবাস্তব, মন্দাকিনী ভট্টাচার্য, শেখর ব্যানার্জী, সর্বান ভট্টাচার্য, অমিত শংকর সাহা ও ফারহা ইমাম। পাশাপাশি ছিল একটি নাট্য পরিবেশনা। অভিনয়ে ছিলেন ঋতুপর্ণা খান, প্রিয়দর্শিনী খান (রোশনি), সর্বাণী চক্রবর্তী, পল্লবী নন্দী, অরিত্রিক দত্ত চৌধুরী ও প্রিয়াঙ্কা অধিকারী।

উৎসবমুখর পার্ক স্ট্রিটের কোলাহলের কাছাকাছি থেকেও এই অনুষ্ঠানটি ছিল এক শান্ত, সংবেদনশীল ও মননশীল সাহিত্য-সম্ভাষণ। Twilight Raga and Other Stories-এর প্রকাশ অনুষ্ঠানটি তাই সমকালীন সাহিত্য, অনুবাদ ও শিল্পচর্চার এক স্মরণীয় সন্ধ্যা হিসেবে শহরের সাংস্কৃতিক স্মৃতিতে জায়গা করে নেবে বলে আশা রাখেন উদ্যোক্তারা।
