তাপস রায়, বালিগঞ্জ:গঙ্গাসাগর মেলার বিপুল জনসমাগমকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভারত সেবাশ্রম সংঘ।প্রতিবছর পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব সহ দেশের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরের পবিত্র স্নানে অংশ নিতে আসেন, আর এই বিশাল ভিড় সামলানো প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাছেও বড় দায়িত্ব হয়ে দাঁড়ায়। সেই দায়িত্ববোধ থেকেই এবছর দেড় হাজারেরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক মাঠে নামিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান, ইতিমধ্যেই স্বেচ্ছাসেবকেরা সাগর সৈকতে কাজ শুরু করেছেন এবং তীর্থযাত্রীদের সঠিক পথে দিশা দেখানো, ভিড়ের চাপে কেউ অসুস্থ বা বিপদে পড়লে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। সাগরে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহারে মানুষকে সচেতন করা হবে এবং কেউ ভুলবশত স্রোতে ভেসে গেলে তাঁকে উদ্ধার করে নিরাপদে ফেরাতে বিশেষ উদ্ধারকারী দল সারাক্ষণ প্রস্তুত থাকবে। তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পাঁচ হাজারেরও বেশি রাত্রিবাসের ছাউনি, দু’শোর বেশি সুলভ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, একাধিক অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং অসুস্থদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি প্রতিদিন লক্ষাধিক ভক্তের জন্য বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণের পরিকল্পনাও করেছে সংঘ। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, সেবা, শৃঙ্খলা ও মানবিক সহযোগিতার মধ্য দিয়েই ভক্তদের গঙ্গাসাগর তীর্থযাত্রাকে আরও নিরাপদ, শান্ত ও স্মরণীয় করে তোলাই তাদের একমাত্র লক্ষ্য।
Posted inCitylights